রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কলিনড্রেস-ডরিয়েলটনে আস্থা আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক

সত্যিই ব্যতিক্রম ঢাকা আবাহনী। মধ্যবর্তী দলবদলে ১১টি ক্লাবই নতুন বিদেশি ফুটবলার সংগ্রহ করেছে। ঢাকা আবাহনীই শুধু প্রথম লেগে খেলা বিদেশিদের মাঠে নামাবে। ধারণা ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের নিডোকে তারা অন্তর্ভুক্ত করবে। সল্টলেকে এএফসি কাপের প্লে-অফ ম্যাচে এ টি কে মোহনবাগানের কাছে হেরেছে দুর্বল রক্ষণভাগের কারণে। ভাবা হয়েছিল এই ম্যাচে শিক্ষা নিয়ে আবাহনী রক্ষণভাগে নতুন বিদেশি আনবে। তাও করেনি, রেখে দিয়েছে ইরানের মিলাদ সুলাইমানিকে। আছেন কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেস, ডরিয়েলটন গোমেজ ও রাফায়েল আগাস্তকে। সন্দেহ নেই এরা নিজ নিজ পজিশনে অপরিহার্য।

স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে ট্রফি জিতেছে তাদেরই নৈপুণ্যে। লিগ পেলেই এক মৌসুমে ট্রেবল জয়। তা কি সম্ভব? ডরিয়েলটন স্ট্রাইকার পজিশনে অসাধারণ কিন্তু ইনজুরিতে এখন স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না, তারপর আবার নাবীব নেওয়াজ জীবন কতটা ফিট তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। মোহনবাগানের বিপক্ষে দুবার আঘাত পান। বড় ভরসা কলিনড্রেসই। তাহলে কী কোচ রামোস শিষ্যদের ওপর আস্থা রাখছেন বলে নতুন কাউকে ভিড়ানো হয়নি। বসুন্ধরার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় লেগ শুরু করবে। সে ক্ষেত্রে ঝুঁকিতে থেকে গেল না আবাহনী?

সর্বশেষ খবর