রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বন্ধ হওয়া ম্যাচটি খেলতেই হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে

ক্রীড়া ডেস্ক

বন্ধ হওয়া ম্যাচটি খেলতেই হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে

বিশ্বকাপ বাছাইপর্ব শেষের দিকে। কিছু কিছু ম্যাচ বাকি থাকলেও বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। কে কোন গ্রুপে খেলবে সবই ঠিক। এবার কেবল চূড়ান্ত পর্ব মাঠে গড়ানোর পালা। কিন্তু গত বছর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট পর বন্ধ হয়ে গিয়েছিল। সেই ম্যাচের কী হবে! ফিফা আগেই নির্দেশনা দিয়েছিল, ম্যাচটা খেলতে হবে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বলছিল, ম্যাচটা তারা খেলবে না। ব্রাজিলে গিয়ে তো খেলার প্রশ্নই আসে না। গত বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ না মানায় ম্যাচের মাঝেই নিরাপত্তাকর্মীরা মাঠে ঢুকে পড়ে।

এতে ক্ষুব্ধ আর্জেন্টাইনরা ম্যাচ না খেলেই চলে যায়। এই ঘটনায় ফিফা দুই পক্ষকেই বেশ বড় অঙ্কের অর্থ জরিমানা করে। এরপর ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে আবারও ফিফা নির্দেশনা জারি করেছে, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি হতেই হবে। তবে কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। ব্রাজিলের পরিবর্তে ম্যাচটি সম্ভবত কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা ভাবছে ফিফা।

সর্বশেষ খবর