সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

হলো না শিরোপা জয়

ক্রীড়া প্রতিবেদক

হলো না শিরোপা জয়। বাছাই পর্বে রানার্সআপ হয়েই এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ। এএইচ কাপে হকিতে ফাইনালে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। সেই ওমানই প্রতিশোধ নিল। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাই পর্বের ফাইনালে ২-৬ গোলে হেরে যায় বাংলাদেশ। দাপুটে ম্যাচ খেলে বিজয় নিশানা উড়িয়েছে ওমানের খেলোয়াড়রা। ১০ মিনিটে ৩ গোলে  এগিয়ে যায় তারা। ৪ মিনিটে গোলের সূচনা করেন আল শাইবি। ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আল লাওয়াতি। ২ মিনিট পর আল সাদি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। হকিতে ৩ গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরা জয়ের রেকর্ড রয়েছে। বাংলাদেশ শুরু থেকে এলোমেলো থাকায় ওমানের আক্রমণ করাটা সহজ হয়ে উঠে।

এক সময় আন্তর্জাতিক হকিতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু অযতেœ তা আর সম্ভব হয়নি। অথচ ওমান পরিকল্পনা করে মানের উন্নয়ন ঘটাচ্ছে। ফাইনালে তারা বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা খেলেছে বললেও ভুল হবে না। ৩৪ মিনিটে আল আসমি গোল করলে ওমানের জয় নিশ্চিত হয়ে যায়। ৪৮ মিনিটে আশরাফুল বাংলাদেশের পক্ষে প্রথম গোল করেন। পাল্টা আক্রমণে আল ফাজারি ও আল শিবলি ২ গোল করেন। ব্যবধান ৬-২ হয় ফজলে রাব্বির গোলে। বাছাই পর্বে রানার্স আপ হয়েই এশিয়া কাপের টিকিট পেল আশরাফুলরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর