বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

ঢাকা আসছেন স্টুয়ার্ট ল

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির গেম ডেভেলপমেন্ট কোচ হিসেবে বাংলাদেশে আসছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। ৩১ টেস্ট খেলা সাবেক ওপেনার কাজ করবেন অনূর্র্ধ্ব-১৯ দলের পাশাপাশি বিসিবি এইচপির সঙ্গেও। আসছেন বাংলাদেশের সাবেক কোচ অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল-ও। টাইগারদের ৯ মাসের কোচ অসি অলরাউন্ডার কোচিং করাবেন অনূর্ধ্ব-১৯ দলকে। জাফর ও স্টুয়ার্ট ল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আসবেন। দুজনেই বাংলাদেশের ক্রিকেটারদের পরিচিত মুখ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ হাজার ৪১০ রান করা জাফর ২০১৯ সালে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে স্বল্প মেয়াদে কাজ করেছেন। তিনি আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট খেলেছেন। খেলা ছাড়ার পর ২০২০ সালে উত্তরাখন্ডের কোচ ছিলেন। সর্বশেষ কোচিং করিয়েছেন ওডিশাকে। ল ২০১১-১২ সালে টাইগারদের হেড কোচ আবার যুবাদেরও কোচিং করিয়েছেন। ২০১৬ সালে তার কোচিংয়ে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে অংশ নেয়। জাতীয় দলের কোচ থাকাকালীন তার কোচিংয়ে বাংলাদেশ প্রথম এশিয়া কাপের ফাইনাল খেলে ২০১২ সালে। দুজন এলেও বিসিবি পাচ্ছে না এইচপির কোচ ইংল্যান্ডের টবি রেডফোর্ডকে। ইংলিশ কোচ তার আগাম ১০০ দিনের পারিশ্রমিক চেয়েছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর