বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

শিরোপার কাছে, তবু সতর্ক কিংস

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস আজ জিতলেই তাদের উৎসবের মঞ্চটা তৈরি হয়ে যাবে। পরের তিন ম্যাচে একটিতে জয়। কিংবা দুটো ড্র করলেও শিরোপার খাতায় অন্য কোনো ক্লাব নাম লেখাতে পারবে না। তবে এমন সুবিধাজনক অবস্থানে থেকেও কিংসের আবার তীরে এসে তরী ডোবার শঙ্কাও রয়েছে। ঢাকা আবাহনীর চেয়ে এখন তারা সাত পয়েন্টে এগিয়ে। এ অবস্থায় আবাহনী যদি তাদের বাকি চার ম্যাচ জেতে, অন্য দিকে কিংস টানা তিন ম্যাচ হারে কিংবা দুটো হার ও একটি ড্র করলেই হ্যাটট্রিক শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়ে যাবে। আবাহনী পুনরায় পয়েন্ট খোয়ালে বসুন্ধরার শিরোপার পথ আরও সহজ হয়ে যাবে।

যাক এসব সমীকরণ নিয়ে ভাবছে না চ্যাম্পিয়নরা। কিংসের লক্ষ্যে একটাই দুই জয়। কোচ অস্কার ব্রুজন অবশ্য বলেছেন, ‘আমরা সব ম্যাচই জিততে চাই।’ আজ রবসনরা টিভিএস পেশাদার ফুটবলে দ্বিতীয় লেগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে। দুদলেরই এটি ১৯তম ম্যাচ। প্রথম লেগে ৫-০ গোলে জয় পেয়েছিল বসুন্ধরা। তবুও আজ সতর্ক হয়ে খেলতে হবে। পজিশন যাই হোক বন্দর নগরীর দলটি দুর্বল নয়।

সত্যি বলতে কী কিংসকে হারানোর সামর্থ্য তাদের রয়েছে। তাই শিরোপার এত কাছে এসেও সতর্ক কিংস। ম্যাচটি আবার চট্টগ্রামের হোম ভেন্যু কুমিল্লায়। এখানেই আগের ম্যাচে মোহামেডানের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছিল কিংস। ১৮ জুলাই সাইফের বিপক্ষে পরবর্তী ম্যাচ।

দুটো জিতলেই দুই ম্যাচ আগেই কিংস ইতিহাস লিখে ফেলবে। ঢাকা আবাহনী ও শেখ জামালের কাছে হারলেও যায় আসবে না। লিগের ফোকাস এখন বসুন্ধরার দিকেই। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।

সর্বশেষ খবর