শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

সুতোর ওপর ঝুলছে আবাহনীর ভাগ্য

ক্রীড়া প্রতিবেদক

কাগজে-কলমে ঢাকা আবাহনীর শিরোপার আশা এখনো টিকে আছে। তবে তা সুতোর ওপর দিয়ে হাঁটার মতো। ছিঁড়লেই সব শেষ। আবার হাঁটা শেষ করলেও উপায় নেই। অন্যের ফলাফলের ওপর চেয়ে থাকতে হবে। এমন ঝুঁকির মধ্যে থেকে আবাহনী আজ স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে লড়বে। টিভিএস পেশাদার ফুটবলে দ্বিতীয় লেগের ম্যাচটি সিলেটে হওয়ার কথা থাকলেও বন্যায় স্টেডিয়াম আঙ্গিনা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তা হবে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। স্বাধীনতার এই লিগ থেকে নেমে যাওয়াটা সময়ই ব্যাপার বলা যায়। তারপরও সতর্ক আবাহনী। কেননা প্রথম লেগে এই দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ড্র করেছিল তারা। শুধু কী তাই, আগের ম্যাচে ছয়বারের চ্যাম্পিয়নরা ২-৪ গোলে সাইফ স্পোর্টিংয়ের কাছে হারলেও স্বাধীনতা জিতেছিল ২-১ ব্যবধানে। তাছাড়া শিরোপার পথে এগিয়ে যাওয়া বসুন্ধরা কিংস এবার লিগে একমাত্র হারটি স্বাধীনতার বিপক্ষেই।

শিরোপা জেতার যে কিঞ্চিৎ সম্ভাবনাটুকু আছে তা বাঁচিয়ে রাখতে হলে আবাহনীকে শুধু আজ নয় বাকি ম্যাচগুলো জিততে হবে। যদি ড্র করে তাহলে কিংসের হ্যাটট্রিক শিরোপা আজই নিশ্চিত হয়ে যাবে। তা না হলে ১৮ জুলাই সাইফকে হারালেই চ্যাম্পিয়ন কিংস। আবাহনীর সমীকরণটা কতটা কঠিন তা তুলে ধরা যাক। এক ম্যাচ কম খেলে তারা কিংসের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে আছে। জিতলে ব্যবধান হবে ৭। শিরোপা জেতার তখন তাদের একটাই পথ নিজেদের যেমন তিন ম্যাচ জিততেই হবে তেমনি বসুন্ধরাকে বাকি তিন ম্যাচ হারতেই হবে। একি সম্ভব?

সর্বশেষ খবর