সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
করোনা পজিটিভ শামী

ভারতীয় দলে উমেশ

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপে সুযোগ পাননি ৩২ বছর বয়সী মোহাম্মদ শামী। ডান হাতি ফাস্ট বোলারকে টি-২০ বিশ্বকাপে নেওয়া হয়নি। শামীকে না নেওয়ায় ভারতীয় ক্রিকেট নির্বাচকরা সমালোচিত হয়েছেন। তবে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে ছিলেন। কিন্তু সিরিজ শুরুর আগে করোনা পজিটিভ হয়েছেন। ফলে আগামীকাল মোহালিতে প্রথম টি-২০ ম্যাচ খেলতে পারবেন না। তার জায়গায় নেওয়া হয়েছে আরেক ফাস্ট বোলার উমেশ যাদবকে। ৩৪ বছর বয়সী যাদব সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন সাড়ে ৩ বছর আগে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ নাগপুর এবং ২৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ হায়দরাবাদে। অস্ট্রেলিয়ার হার্ড ও বাউন্সি উইকেটে শামীর গতি ও সুইং কাজে লাগতো বলে ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন। কিন্তু নির্বাচক প্যানেল তাকে নেয়নি। গত আইপিএল শামী গুজরাট টাইটান্সের হয়ে ২০ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন হতে সামনে থেকে নেতৃত্ব দেন। অস্ট্রেলিয়ার পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ সেপ্টেম্বর এবং ২ ও ৪ অক্টোবর তিনটি টি-২০ খেলবে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর