সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

সাত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত

২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি ছিল বসুন্ধরা গ্রুপ। অথচ বিপিএলের সর্বশেষ আসরে অংশ নেয়নি। বছর বিরতি দিয়ে পুনরায় রংপুরের স্বত্বাধিকারী কিনেছে বসুন্ধরা। ‘টগি স্পোর্টস লিমিটেড’-এর ব্যানারে রংপুরের ফ্র্যাঞ্চাইজি কিনেছে বসুন্ধরা গ্রুপ। বিপিএলের পরিচিত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এবার নাম নেই বেক্সিমকো ও জেমকন গ্রুপের। গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিল ৭টি ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করেছে। আবেদন করেছিল ৯টি করপোরেট হাউজ। তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে বিসিবি চূড়ান্ত করেছে ৭টি ফ্র্যাঞ্চাইজি। আবেদনকারী হাউজগুলোর মধ্যে ছিল টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের মোনার্ক পদ্মা। কিন্তু স্বত্ব পায়নি সাকিবের মোনার্ক। বিপিএল অনুষ্ঠিত হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এই প্রথম আইসিসির স্লটে জায়গা করে নিয়েছে বিপিএল। বরিশালের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, খুলনার ফ্র্যাঞ্চাইজি মাইন্ড ট্রি লিমিটেড, ঢাকার ফ্র্যাঞ্চাইজি প্রগতি গ্রিন অটোরাইস লিমিটেড, সিলেটের ফ্র্যাঞ্চাইজি ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, চট্টগ্রামের ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি কিনেছে কুমিল্লা লিমিটেডস। 

সর্বশেষ খবর