সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফ্র্যাঞ্চাইজি লিগ ঘিরে হকিতে উৎসবের আমেজ

ক্রীড়া প্রতিবেদক

স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইসের পৃষ্ঠপোষকতায় আগামী মাসে হকির ফ্র্যাঞ্চাইজি লিগের পর্দা উঠবে। বাংলাদেশে এই প্রথমবারের মতো এ আসর হতে যাচ্ছে। ছয়টি দলও চূড়ান্ত হয়েছে। হকির কোনো আসরই নিয়মিত হচ্ছে না। প্রিমিয়ার লিগ প্রায় এক বছর আগে শেষ হলেও দেখা নেই প্রথম ও দ্বিতীয় বিভাগের। খেলোয়াড়রা অর্থ কষ্টে দিন কাটালেও ফ্র্যাঞ্চাইজি লিগ ঘিরে মওলানা ভাসানী স্টেডিয়ামে উৎসবের আমেজ। প্রায় ২০০ জন খেলোয়াড় নিজেদের ফিট প্রমাণ রাখতে বিপ টেস্টে অংশ নিয়েছে। ৬ অক্টোবর চূড়ান্ত টেস্ট। বিপ টেস্টে পার না হলে কেউ লিগে অংশ নিতে পারবে না। বিদেশি খেলোয়াড়দেরও বিপ টেস্ট করা হবে।

২৮ অক্টোবর হকির ফ্র্যাঞ্চাইজি লিগের বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির পর্দা উঠবে। ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের   লোগো উন্মোচন করা হবে। এরপর ফিকশ্চার নির্ধারণ।

সর্বশেষ খবর