সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সামার অ্যাথলেটিকসে লিঙ্গ বিতর্কে তোলপাড়

ক্রীড়া প্রতিবেদক

সুলতানা কামাল সামার অ্যাথলেটিকসে এবার লিঙ্গ বিতর্ক তুঙ্গে। মেয়েদের বর্শা নিক্ষেপে ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন জান্নাত বেগম। নতুন রেকর্ড গড়েও স্বস্তিতে নেই তিনি। কেননা জান্নাতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি মেয়ে নন। তাকে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে দাবি করে নতুন রেকর্ডটি পুনরায় বিবেচনার জন্য ফেডারেশনের কাছে আবেদন করা হয়েছে। আগের রেকর্ড গড়া আখেরুন্নেসার এমন লিখিত অভিযোগ নিয়ে বিব্রত অ্যাথলেটিকস ফেডারেশন। ১৯৯৭ সালে আখেরুন্নেসার গড়া রেকর্ড ছিল ৪৫.১৪ মিটার। প্রথম বার এসে জান্নাত ৪৬.৬ মিটার পার করেছেন, দ্বিতীয় হওয়া নিশাত যেখানে পার করেছেন ৩৭.২৯ মিটার। আখেরুন্নেসার অভিযোগের প্রেক্ষিতে জান্নাত বলেন, অযথা বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে। আমি নারী, সেনাবাহিনীর হয়ে রেকর্ড গড়েছি। আমি অনেক খুশি। যা বলা হচ্ছে তা ঠিক নয়। আমার মেডিকেল রিপোর্ট সব ঠিক আছে।

সর্বশেষ খবর