শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নিজের অস্ত্রেই ঘায়েল পাকিস্তান

জিম্বাবুয়ের রূপকথার নায়ক রাজা

ক্রীড়া প্রতিবেদক

নিজের অস্ত্রেই ঘায়েল পাকিস্তান

পাকিস্তানের জিততে শেষ বলে দরকার ৩ রান। স্ট্রাইকে শাহিন আফ্র্রিদি। ব্রাড ইভান্সের বলে স্ট্রেইট ড্রাইভ খেলেন আফ্রিদি। ইভান্স ঝাঁপিয়ে গতি কমিয়ে দেন বলের। লং অন থেকে দৌড়ে বল সিকান্দার রাজা লম্বা থ্রো করেন উইকেটরক্ষক চাকাভাকে। চাকাভা প্রথম সুযোগে বল ধরতে ব্যর্থ হন। দ্বিতীয়বারের সুযোগে রান আউট করেন। ২ রান নিতে যেয়ে রান আউট হন আফ্রিদি। শেষ বলের নাটকীয়তায় ১ রানের অবিশ্বাস্য জয় তুলে নেয় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করেছিল। শিন উইলিয়ামস সর্বোচ্চ ৩১ রান করেন ২৮ বলে। ১৩১ রানের টার্গেটে ১৯ ওভারে ৬ উইকেটে ১২০ রান তুলে ম্যাচে টিকে ছিল। শেষ ওভারে দরকার ছিল ১১ রান। প্রথম দুই বলে পাকিস্তান তুলে নেয় ৭ রান। ৪ বলে দরকার ৪। সেটা করতে পারেনি। পঞ্চম বলে মোহাম্মদ নেওয়াজকে সাজঘরে ফেরান ইভান্স। শেষ বলে ৩ রান দরকার। ২ রান নিতে যেয়ে আফ্রিদি রান আউট হলে জিম্বাবুয়ে জিতে যায় ১ রানে। পাকিস্তান প্রথম ম্যাচেও হেরেছিল ভারতের কাছে। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

সর্বশেষ খবর