শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জয়ের জন্য মুখিয়ে ডাচরা

লুই ফন গালের নেদারল্যান্ডস এবারও কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ফেবারিট। নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে টোটাল ফুটবল জনক নেদারল্যান্ডস

ক্রীড়া প্রতিবেদক

জয়ের জন্য মুখিয়ে ডাচরা

ইকুয়েডরের বিরুদ্ধে কঠিন লড়াই নেদারল্যান্ডসের। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। আজই নকআউট পর্ব নিশ্চিত করতে মরিয়া ডাচরা।

ফেবারিট হয়েও কখনো বিশ্বকাপ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেজন্য চোকার্স নামে ডাকা হয় দেশটিকে। নেদারল্যান্ডসও ফুটবলের চোকার্স। তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে। কিন্তু ওলন্দাজ বাহিনী বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠতে পারেনি। লুই ফন গালের নেদারল্যান্ডস এবারও কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ফেবারিট। আজ ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে টোটাল ফুটবলজনক নেদারল্যান্ডস। প্রতিপক্ষ ল্যাটিন আমেরিকার দল ইকুয়েডর। দুই দল আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে পরস্পরে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। বিশ্বকাপের সূচনা ম্যাচে এমার ভ্যালেন্সিয়ার জোড়া গোলে ২-০ গোলে কাতারকে হারিয়েছে। একই ব্যবধানে জিতেছে আফ্রিকান প্রতিনিধি সেনেগালকে হারায় নেদারল্যান্ডস। দুই দলের যারা জিতবে আজ, তারাই গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্বে খেলবে। গ্রুপের বাকি দুই দল কাতার ও সেনেগাল প্রথম ম্যাচ হেরেছে। আজ সন্ধ্যা ৭টায় কাতারের প্রতিপক্ষ সেনেগাল। নেদারল্যান্ডস ও ইকুয়েডর এই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। দুই দলই চাইবে ম্যাচটিকে স্মরণীয় করে রেখে নকআউট পর্ব নিশ্চিত করতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর