রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রেকর্ড বুকে নেই তবু সেমিফাইনাল

ইমতিয়াজ সুলতান জনি, জাতীয় দলের সাবেক অধিনায়ক

রেকর্ড বুকে নেই তবু সেমিফাইনাল

টাইব্রেকারে জয় রেকর্ডবুকে থাকে না। এটাকে ড্র বলেই গণ্য করা হয়ে থাকে। ফিফার এ নিয়ম দীর্ঘদিন ধরেই। নিয়ম আছে, অথচ টাইব্রেকারে জিতে বিশ্বকাপ ফুটবল জেতার রেকর্ডও কম নয়। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ নির্ধারিত সময় গোলশূন্য থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে ১-১ গোলে ড্র ছিল। অন্যদিকে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচে নির্ধারিত সময় ২-২ গোলে ড্র থাকে। অতিরিক্ত ৩০ মিনিটে আর কেউ গোল করতে পারেনি। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনা জিতে যায়। নিয়ম অনুযায়ী দুটো ম্যাচই ড্র আন্তর্জাতিক রেকর্ডবুকেও থাকবে। এটা নিছক সান্ত্বনা ছাড়া আর কিছুই নয়। আর্জেন্টিনা কিংবা ক্রোয়েশিয়ার সেমিফাইনাল তো আটকানো যায়নি। দুই দেশ এখন মুখোমুখি হবে সেমিফাইনালে। যারা জিতবে তারাই তো ফাইনাল খেলবে। এখন যদি চ্যাম্পিয়ন হয় তাহলে কি বিশ্ব চ্যাম্পিয়ন বলা যাবে না।’

কথাগুলো অপ্রসাঙ্গিক। তবুও বলতে বাধ্য হচ্ছি এনিয়ে তর্ক-বিতর্ক কম হচ্ছে না। এখন বলার সময় এসে গেছে কে চ্যাম্পিয়ন হতে পারে। এ ক্ষেত্রে অনেকে আর্জেন্টিনার সম্ভাবনাও দেখছে। আমি কিন্তু এসব নিয়ে এখনই কিছু বলতে চাই না। ক্রোয়েশিয়াকে তো আর ফেলে দেওয়া যাবে না। মনে রাখতে হবে তারা অপরাজিতভাবে এত দূর এসেছে। তারপর আবার ব্রাজিলকে পরাজিত করেছে। আবার এটাও বলব আর্জেন্টিনার বড় ফাড়াটা কেটে গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে। গতকাল ফেভারিট পর্তুগাল হেরে গেছে মরক্কোর বিপক্ষে। এই প্রথম আফ্রিকার কোনো দেশ শেষ চারে জায়গা করে নিল। সুতরাং সমীকরণ এত সহজ নয়।

সর্বশেষ খবর