চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। অন্যদিকে ভীষণ আগ্রাসী ভারতীয় ক্রিকেটাররা। শেষ ওয়ানডেতে তারা বাংলাদেশের বিরুদ্ধে চার শতাধিক রান করেছিল। টেস্টেও ভারতীয়রা আজ ওয়ানডের মেজাজে ব্যাটিং করবে কিনা?
সম্প্রতি পাকিস্তান সফরে ইংল্যান্ড দল টেস্টে টি-২০ স্টাইলে ব্যাটিং করে রান বন্যা বইয়ে দিয়েছে। টেস্টের মেজাজই বদলে দিয়েছে। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় না ভারত ওই ধরনের ক্রিকেট খেলবে। কারণ তারাও কিছুটা প্রথাগত উপায়ে টেস্ট খেলে। যদিও তাদের এমন কিছু ক্রিকেটার আছে, যারা দ্রুতই ম্যাচটা প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে যেতে পারে। তারা সবাই আক্রমণাত্মক ক্রিকেটার। ধৈর্য ও শৃঙ্খলা রেখে বল করতে হবে আমাদের, চাপের সময় শান্ত থাকতে হবে।’
বাংলাদেশের চিন্তা ড্র করার। তা অনেকটা বলেই দিয়েছেন ডমিঙ্গো, ‘আমাদের জিততে চাওয়ার আগে খুঁজতে হবে না হারার পথ। কারণ এই সংস্করণে এখনো ভালো দল হয়ে উঠিনি।’
তামিমের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ওয়ানডে সিরিজে সফল হয়েছেন লিটন কুমার দাস। এবার চ্যালেঞ্জ সাকিব আল হাসানের।