বিশ্বকাপের ফাইনালে দুই দেশে ইউরোপিয়ান লিগের খেলোয়াড় আগেও ছিল। তবে এবারের ফাইনালটা ব্যতিক্রমই বলা যায়। আর্জেন্টিনা ও ফ্রান্স রবিবার স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে। দুই দেশের দুই বড় তারকা আবার ইউরোপিয়ান লিগে একই দলে খেলেন। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দুজনায় খেলে থাকেন ফ্রান্সের শীর্ষ ক্লাব পিএসজিতে। ফাইনালে দুদেশে পিএসজির আরও কজন ফুটবলার রয়েছেন। কিন্তু আলোচনা মেসি ও এমবাপ্পেকে ঘিরে। ফাইনালে বিশ্ব চেয়ে থাকবে তাদেরই দিকে। মেসি ও এমবাপ্পে পিএসজিতে খেলেন বলে শিরোপা নির্ধারণী ম্যাচকে বলা হচ্ছে অল পিএসজি ফাইনাল।
কাতার বিশ্বকাপে অনেক নাটকীয়তা ও অঘটন ঘটেছে। শেষ পর্যন্ত যোগ্য দু’দলই ফইনাল খেলছে। দু’দেশই দুবার করে বিশ্বকাপ জিতেছে। তৃতীয় শিরোপা কার এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক। ফাইনাল ফাইনালই তারপর আবার দুই পরাশক্তি। এখানে ভবিষ্যদ্বাণী করাটাই বোকামি। তারপরও আর্জেন্টিনা যে গতিতে খেলছে তাতে আমার মনে হচ্ছে ১৯৮৬ সালের পর মেসিরই হাতে উঠতে পারে স্বপ্নের ট্রফি। অন্যদিকে আবার এমবাপ্পেও দুর্দান্ত। যেই জিতুক না কেন আমার বিশ্বাস এটিই হবে বিশ্বকাপের সেরা ফাইনাল।