শিরোনাম
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের বন্দনায় আর্জেন্টাইন মিডিয়া

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বন্দনায় আর্জেন্টাইন মিডিয়া

রোহেত রাজীব

বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্ব প্রায় ১১ হাজার মাইল। দুই গোলার্ধের দুই দেশ। তারপরও ফুটবল দুই দেশকে এক বৃত্তে বেঁধেছে। বাংলাদেশের জনগণের ফুটবলপ্রেমে বিস্মিত আর্জেন্টিনা। মুগ্ধ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখে। বিশ্বের আর কোনো দেশের ফুটবলপ্রেমীরা এতটা উচ্ছ্বসিত হননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে। ফ্রান্সকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারানোর পর রাতের বাংলাদেশ উৎসবমুখর হয়ে পড়েছিল। গোটা দেশে আনন্দের বান লেগেছিল। আর্জেন্টিনার মিডিয়ায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের এই উৎসবের খবর বড় করে প্রকাশিত হয়েছে। বন্দনায় মেতেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় তিন যুগ পর। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তারা। এবার মেসির হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছে। দেশটির সবচেয়ে জনপ্রিয় মিডিয়া বুয়েন্স এইরেস টাইমন্স তাদের প্রতিবেদন শুরু করেছে ১৮ বছর বয়সী  নেফাউর রহমান জিয়ানের মন্তব্য দিয়ে। মেসি ও আর্জেন্টিনার ভক্ত জিয়ান। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে কেঁদেছেন জিয়ান। তার এই কান্না ছিল আনন্দের। তবে বলেছেন, ‘আমি জানি না আমি কেন কাঁদছি। কিন্তু আমি তাঁর জন্য কাঁদছি। এই “তিনি” লিওনেল মেসি।’ বাংলাদেশের এই ভালোবাসা, এই আবেগ ছুঁয়ে গেছে আর্জেন্টিনাকে।

সর্বশেষ খবর