মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
ফরাসি গণমাধ্যমের দাবি

আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল

ক্রীড়া ডেস্ক

২-২ গোলে ড্র করার পর আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। ১০৮ মিনিটে মেসি জালে বল পাঠালে আর্জেন্টিনা ৩-২ গোলে এগিয়ে যায়। লাউতারো মার্টিনেজের শট দৃঢ়তার সঙ্গে রুখে দিলেও শেষ রক্ষা করতে পারেননি ফরাসি গোলরক্ষক লরিস। ফিরতি বল মেসির হাঁটুতে লেগে টার্চ লাইন পার হলে পোলিশ রেফারি গোলের বাঁশি বাজান। ফ্রান্স অফসাইডের দাবি করেছিল। কিন্তু ভার-এর চিত্রে দেখা গেল, ফ্রান্সের ডিফেন্ডার কিছুটা ভিতরে ঢুকে ছিলেন। ফলে গোল বহাল। তবে ফরাসি মিডিয়ার দাবি ওই গোলটি বাতিল করা উচিত ছিল রেফারির। তারা বলছে গোলের আগেই নাকি আবেগ সামলাতে না পেরে মাঠে ঢুকে পড়েন আর্জেন্টিনার অতিরিক্ত তালিকায় থাকা দুই খেলোয়াড়।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো গোল হওয়ার পর রেফারি যদি লক্ষ্য করেন গোলের আগেই অতিরিক্ত খেলোয়াড় মাঠে তাহলে গোল বাতিল করে পুনরায় খেলা শুরু করতে হবে। অতিরিক্ত খেলোয়াড় মাঠে যেখানে ছিলেন সেই স্পটেই ফ্রি-কিকের মাধ্যমে খেলা শুরু হবে। গোলটি ভারে চেক হলেও অতিরিক্ত খেলোয়াড়ের মাঠে ঢোকার বিষয়টি চেক করা হয়েছে কিনা এ নিয়ে সন্দেহও তৈরি হয়েছে।

সর্বশেষ খবর