কয়েক দিন আগেই আইপিএলের নিলামে রেকর্ড গড়েছেন অষ্ট্রেলিয়ার তরুণ তারকা ক্যামেরুন গ্রিন। ভারতীয় সেলিব্রেটি লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক তার। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ৫ উইকেট নিয়ে চমক দেখালেন। তার ক্যারিশম্যাটিক বোলিংয়েই প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৮৯ রানে। হাফ সেঞ্চুরি করেছেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান কাইল ভেরেনি এবং মার্কো জনসেন। গ্রিন ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার পর অস্ট্রেলিয়া দিন শেষে ৪৫ রান করতে ১ উইকেট হারিয়েছে।