ইউরোপের ক্লাবগুলো থেকে সাড়া না পেয়ে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পাড়ি জমাচ্ছেন সৌদি আরবের ‘আল নাসের’ ক্লাবে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এটা মোটামুটি পাকা হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এবার নতুন গুঞ্জন শুরু হলো রোনালদোর দীর্ঘদিনের রিয়াল মাদ্রিদ সতীর্থ সার্জিও রামোসকে নিয়ে। পিএসজির এই স্প্যানিশ তারকাও নাকি আল নাসেরে যেতে পারেন!
এরপর থেকে ফুটবল নিয়ে সৌদি সরকারের আগ্রহ আরও বেড়েছে। এই সুযোগে আল নাসের ক্লাবটি নিজেদের বিশ্ব ফুটবলে আলোচনায় আনতে চায়। তাদের কাছে টাকা কোনো সমস্যা নয়। তাই আল নাসের ক্লাব নাকি রামোসকে আনার চেষ্টা করছে।