শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রোমাঞ্চ ছড়িয়ে করাচি টেস্ট ড্র

ক্রীড়া ডেস্ক

শেষ দিনে চরম নাটকীয়তা উপহার দিয়ে ড্র হলো পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। করাচিতে প্রথম ইনিংসে ১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন শেষে ৭৭ রান করেছিল পাকিস্তান। ইমাম-উল-হক ৪৫ ও নোমান আলী ৪ রানে অপরাজিত ছিলেন। গতকাল টেস্টের শেষ দিনে তৃতীয় ওভারেই নোমানকে বিদায় করেন নিউজিল্যান্ডের স্পিনার মাইকেল ব্রেসওয়েন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক বাবর আজম ১৪ রানে আউট হন।

পঞ্চম উইকেটে ৮৫ রানের জুটি গড়েন সরফরাজ ও ইমাম। সরফরাজ ৫৩ রানে ফিরলেও সেঞ্চুরির পথে ছিলেন ইমাম। সেঞ্চুরি থেকে চার রান দূরে থাকা ইমামকে থামান ইশসোধি। ২০৬ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৯৬ রান করেন ইমাম। তার আউটের সময় ৩ উইকেট হাতে নিয়ে ৩২ রানে এগিয়ে পাকিস্তান।

৮ম উইকেটে মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ৭১ ও মিরহামজাকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৪ রান তোলেন সাঈদ ও শাফিত। এরপর ৮ উইকেটে ৩১১ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ১৫ ওভারে ১৩৮ রানের টার্গেট পায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত আলোর স্বল্পতায় খেলা আর হয়নি।

সর্বশেষ খবর