রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাড়ল বিপিএলের টিকিটের দাম

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের লিগ পর্ব শেষ। এখন অপেক্ষা ফাইনালের। ১৬ ফেব্রুয়ারি ফাইনালে উঠার লড়াইয়ে রয়েছে চার দল। সব মিলিয়ে ম্যাচ বাকি ৪টি। গতকাল বিসিবি নতুন মূল্য নির্ধারণ করেছে বিপিএলের চার ম্যাচের টিকিটের। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সুপার কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কেয়ালিফাইয়ার্স এবং ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। চার ম্যাচের টিকিটের নতুন মূল্য নির্ধারিত হয়েছে। গতকাল নির্ধারিত টিকিটের সর্বনিন্ম মূল্য ৩০০ টাকা এবং ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা। গ্যালারির মূল্য ৩০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা এবং ক্লাব হাউজের ৮০০ টাকা। লিগ পর্বে গ্যালারির মূল্য ছিল ২০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০, ক্লাব হাউজ ছিল ৫০০ টাকা এবং ভিআইপি স্ট্যান্ড ও গ্র্যান্ড স্ট্যান্ড ছিল ১০০০ টাকা। ক্রিকেটপ্রেমীরা টিকিট কিনতে পারবেন ম্যাচের দিন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন কাউন্টারে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

সর্বশেষ খবর