সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আবারও হারল পিএসজি

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেদের মতো বড় তারকা নেই। তাদের ছাড়া পিএসজি কতটা যে দুর্বল তা মাঠেই প্রমাণ পাওয়া গেল। নেইমার জুনিয়র থাকলেও সেভাবে জ্বলে উঠতে পারেননি। শনিবার মোনাকোর কাছে ১-৩ গোলে হেরে গেল ফরাসি জায়ান্ট পিএসজি। অ্যাওয়ে ম্যাচ হলেও শুরু থেকে আক্রমণের ঝড় তুলে মোনাকো। প্রথমার্ধেই ৩ গোল তুলে নেয় তারা। এ সময় নেইমারদের বড্ড অসহায় মনে হচ্ছিল। গোলরক্ষক দোনারুম্মা কয়েকটি সুযোগ নষ্ট না করলে হারের ব্যবধান  আরও বাড়তে পারত। মাত্র ৪ মিনিটেই এগিয়ে যায় মোনাকো। বক্সে জটলার মধ্যে থেকে জালে বল পাঠান রুশ ফুটবলার আলেকসান্দার গোলেভিনা। চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ক্রেপিন দিয়াতার এসিস্টে কোণাকুণি শটে গোল করেন উইসাম বেন ইয়েদেব। ৩৯ মিনিটে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল পিএসজি। বের্নাতে পাসে ফাঁকা পেয়ে ব্যবধান ১-২ করেন মিডফিল্ডার এমেবি। প্রথমার্ধের যোগ করা সময়ে বেন ইয়েদেব আবার গোল করলে মোনাকোর শিবিরে স্বস্তি ফিরে। দ্বিতীয়ার্ধে গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে মোনাকো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর