শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় আর্জেন্টিনা কাবাডি দল

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় আর্জেন্টিনা কাবাডি দল

দুই দিন পর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। দেশের কাবাডির সবচেয়ে বড় টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নিতে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গতকাল ঢাকায় এসেছে। এ ছাড়া ঢাকায় এসেছে চাইনিজ তাইপে। আজ আসবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ইরাক, কেনিয়া, পোল্যান্ড এবং থাইল্যান্ড দল। ইংল্যান্ড দল আসবে কয়েক ভাগে। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে আটটি করে দল অংশ নেয়। এবার অংশ নিচ্ছে ১২টি দল। কাল ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। আর্জেন্টিনা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় দলের কোচ রিকার্ডো আকুনিয়া বাংলাদেশে এসে গতকাল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের একই রকম অনুভূতি। বিশেষ করে কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার প্রতি দারুণ উৎসাহ দেখিয়েছে। আমরা অভিভূত। বাংলাদেশের মানুষ ও আমরা ভাই ভাই।’ আর্জেন্টিনায় সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর উন্মাদনা আরও বেড়ে গেছে। বিশেষ করে তরুণরা ফুটবলের প্রতি আরও বেশি বুঁদ হয়েছে। তবে আর্জেন্টাইনরা খেলাধুলার ক্ষেত্রে শুধুমাত্র একটা খেলা খেলে না, একাধিক খেলা খেলে।

 

সর্বশেষ খবর