মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশে প্রথমবার লড়বেন নারী বক্সাররা

ক্রীড়া প্রতিবেদক

এক্সসেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনসের আয়োজনে আজ থেকে ঢাকায় দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পেশাদার বক্সিং ফাইট নাইট। ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। বেক্সিমকো এক্সিকিউটিভ ফাইট নাইট শীর্ষক এবারের প্রতিযোগিতায় ইংল্যান্ড, ফ্রান্স, ভারত ও থাইল্যান্ডের বক্সাররা অংশ নেবেন। আন্তর্জাতিক বক্সারদের বিপক্ষে লড়বেন বাংলাদেশি প্রতিযোগিরা, চ্যাম্পিয়ন বাংলাদেশের বক্সাররা স্পরো কৃষ্ণা চাকমা এবং আলামিন লড়বেন। মোট ১৪ জন প্রতিযোগী বিভিন্ন ওজনে সাত শ্রেণির টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান, আদনান হারুন বলেন, এবার প্রথমবারের মতো নারী বক্সাররা চ্যাম্পিয়নশিপে লড়বেন।

সর্বশেষ খবর