মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কলকাতায় খেলবেন না সাকিব!

কলকাতায় খেলবেন না সাকিব!

বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়ে যেন বিপদেই পড়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। বারবার তারা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেও সাকিব-লিটনকে আসরের শুরু থেকে দলে নিতে পারেনি। বিসিবি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দেশের খেলা থাকলে তারা ক্রিকেটারদের ছাড়বে না। তাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেই সাকিব ও লিটনকে আইপিএলে যেতে হবে। শুধু তাই নয় আইপিএলের মাঝ পথে ৯-১৪ মে ইংল্যান্ড সফর আছে বাংলাদেশ দলের। ওই সময় সাকিব-লিটনকে পাবে না কলকাতা। তাই বাধ্য হয়েই নাইট রাইডার্স সাকিব ও লিটনের বিকল্প খোঁজা শুরু করে। ইতিমধ্যে সাকিবকে কলকাতা প্রস্তাব দিয়েছে তিনি যদি খেলতে না-ই পারেন তাহলে অন্য কোনো বিদেশিকে তারা দলে নেবেন। সাকিবের সঙ্গে কলকাতার সম্পর্ক যেহেতু ভালো তাই তাদের প্রস্তাব বিশ্বসেরা অলরাউন্ডার মেনে নিয়েছেন। তাই চলতি আসরে নাইটদের জার্সিতে সাকিবকে আর দেখা যাচ্ছে না। তবে লিটন কলকাতার প্রস্তাবে রাজি হননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর