হারের বৃত্ত থেকে বের পাচ্ছে না ইংলিশ ফুটবলে অন্যতম শক্তিশালী দল চেলসি। চ্যাম্পিয়ন তো দূরের কথা এবারে লিগে দলটির অবস্থান কোথায় দাঁড়াবে তা নিয়ে চিন্তিত কর্মকর্তারা। তাই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কোচ গ্রাহাম পটারকে। গত শনিবার লিগে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরেছে চেলসি। এরপরই যেন ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় ক্লাব কর্তাদের। পরদিন ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে চুক্তি বাতিলের ঘোষণা দেওয়া হয়।
২০২১ সালে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ টমাস টুখেলকে বিদায় করে গত সেপ্টেম্বরে পটারকে দায়িত্ব দেয় চেলসি। ওই সময় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের দায়িত্বে ছিলেন তিনি।
লন্ডনের ক্লাবটিতে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেও এখানে ছয় মাসের একটু বেশি সময় টিকতে পারলেন তিনি।