শিরোনাম
বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মেসি কি ফিরবেন বার্সায়!

ক্রীড়া ডেস্ক

মেসি কি ফিরবেন বার্সায়!

পিএসজির সঙ্গে নতুন কোনো চুক্তি হচ্ছে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। ইউরোপিয়ান মিডিয়ায় এ খবর পুরনো হয়ে গেছে। ফরাসি ক্লাবের আরব প্রেসিডেন্ট নাসের আল খিলাইফি ক্লাবকে তারকা নির্ভরতা থেকে বের করে আনার নতুন পদ্ধতি গ্রহণ করেছেন। মেসির পাশাপাশি নেইমারকেও তারা ছেড়ে দেওয়ার কথা ভাবছে। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এবং বোর্ড মেম্বারদের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, মেসিকে ফের বার্সেলোনায় নিয়ে আসতে বদ্ধপরিকর তারা। এরই মধ্যে মেসি পরিবারসহ ১৫টি সুটকেস নিয়ে এলেন বার্সেলোনায়, নিজের বাড়িতে।

বার্সেলোনার ক্যাস্টেলডেফেলসের বাড়িতে এতগুলো সুটকেস নিয়ে কেন গেলেন মেসি? তবে কি ধীরে ধীরে প্যারিস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টাইন তারকা! হতেও পারে। অবশ্য এল মুন্ডো পত্রিকা বলছে, কেবলই ছুটি কাটানোর জন্য গিয়েছেন মেসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর