শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

তামিমরা আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন

ক্রীড়া প্রতিবেদক

পরশু রাতে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু ‘কাটার মাস্টার’ দিল্লি ছেড়েছেন গতকাল দুপুরে। আজ প্রস্তুতি ম্যাচ খেলার আগে দলে যোগ দেবেন মুস্তাফিজ। দিল্লি ছাড়ার আগে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মুস্তাফিজ লিখেন, ‘এখন জাতীয় দায়িত্ব পালনের সময়। ইংল্যান্ডে রওনা হচ্ছি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ খেলতে। বাংলাদেশ দলের জন্য আপনাদের সবার দোয়া চাই।’ গতকাল রাতে টাইগারদের স্কোয়াডে যোগ দেওয়ার কথা সাকিব আল হাসানের। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ১ মে ইংল্যান্ডে পা রাখে তামিম বাহিনী। গত দুই দিন অনুশীলন করেছেন তামিম বাহিনী। চেমসফোর্ডের কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে গত দুই দিন অনুশীলন করেছেন তামিমরা। হাতুরাসিংহে ঢাকা ছাড়ার আগে দলের ব্যাটারদের একটি পরিকল্পনা এঁকে দেন। সেই পরিকল্পনা কষেই আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। ৯, ১২ ও ১৪ মে তিন ওয়ানডের ভেন্যু চেমসফোর্ড। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে ভেন্যুটি।

দুই যুগ আগে ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলে। লন্ডন থেকে দেড় ঘণ্টার ড্রাইভ চেমসফোর্ড। পুরনো শহর। এখানেই বিশ্বকাপে অভিষেক বাংলাদেশের। ১৯৯৯ সালে ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হয়েছিল। ম্যাচটি হেরেছিল ৬ উইকেটে। সেই স্মৃতি নিয়েই তামিম বাহিনী বিশ্বকাপ সুপার লিগের শেষ তিনটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচ তিনটি আবার আইরিশ বাহিনীরও সুপার লিগের শেষ। অক্টোবর-নভেম্বরে ভারত বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। স্বাগতিক ভারতসহ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দুই দল বাছাইপর্ব খেলে আসবে। আয়ারল্যান্ডের সেই সুযোগ রয়েছে।

সর্বশেষ খবর