রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

নিষিদ্ধ সোহাগকে নিয়ে বিব্রত বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

অর্থ কেলেঙ্কারির দায়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছর নিষিদ্ধ করেছে ফিফা। শুধু তাই নয়, বাফুফেও তাকে আজীবন নিষিদ্ধ করে। তারপরও বাফুফের সঙ্গে সোহাগের সম্পর্ক ঠিকই রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেননা নিষিদ্ধ সোহাগ নিজেকে নির্দোষ দাবি করে গত বুধবার এক সংবাদ সম্মেলন করেন। প্রায় এক ঘণ্টা ধরে এ সম্মেলন বাফুফের ফেসবুক পেজে লাইভও করা হয়। যদিও ৩ মিনিট পর সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে বাফুফেও বিব্রত। এতে প্রমাণ মেলে সোহাগের সঙ্গে বাফুফের সম্পর্ক ঠিকই অটল রয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন, ‘সোহাগের সঙ্গে সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। যিনি ভিডিওটি শেয়ার করেছেন তিনি নাকি ভুলে করেছেন। তার পরও আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর