বৃষ্টিঘ্নিত ম্যাচ ৪৫ ওভার হওয়ার পর আইরিশদের ৩১৯ রান করার ঘটনা বেশ চমকে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। এত বড় লক্ষ্য তাড়া করা কি সম্ভব! অনেকের মনেই ছিল সংশয়। তবে টাইগার অধিনায়ক তামিম ইকবালের মনে কোনো সংশয় ছিল না। তিনি ম্যাচের পর বলেছেন, ‘আমি ধরেই নিয়েছিলাম, এই রান (৩১৯) তাড়া করা সম্ভব হবে। এখানে বাউন্ডারির জন্য খুব বেশি চেষ্টা করতে হয় না। এমনিতেই হয়ে যায়।’
তামিম ইকবাল শান্ত ও হৃদয়ের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন।