রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার ঠান্ডা মাথায় বলটি যখন জালে পাঠান, তখন ডাগ আউটে থাকা ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা হতাশায় মুখ ঢেকে ফেলেন দুই হাতে। রুডিগারের গোলে শুধু কোচ নন, টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার হতাশায় ঘরের মাঠ ইতিহাদে শুয়ে পড়েন কেভিন ডি ব্রুইন, বার্নার্ড ডি সিলভারা। বিপরীতে বর্তমান চ্যাম্পিয়ন ফেবারিট ম্যান সিটিকে ছিটকে দেওয়ার আনন্দে লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রিয়াল কোচ কার্লোস অ্যানচেলত্তি। বাধভাঙায় মেতে ওঠেন রিয়ালের লুকা মদ্রিচ, এডারসন, জুড বেলিংহ্যাম, লুকাস ভাসকেস, নাচো ফার্নান্দেজরা। পরশু রাতের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের পরিসংখ্যানে দেখা গেছে, ম্যান সিটি বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। অথচ ম্যাচ শেষে জয়ের উৎসবে মেতেছে অ্যানচেলত্তির রিয়াল মাদ্রিদ। ইতিহাদে দ্বিতীয় লেগের ম্যাচটির পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ছিল। রিয়ালের মাটিতে প্রথম লেগের ম্যাচ ড্র ছিল ৩-৩ গোলে। সেমিফাইনাল খেলতে দুই দলকেই জিততে হতো- এমন সমীকরণের ম্যাচের ফলাফল হয়েছে টাইব্রেকারে। নির্ধারিত ৯০ মিনিটের পর ১২০ মিনিটও ম্যাচটি ড্র ছিল ১-১ গোলে। এরপর বাইলজ অনুযায়ী ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ ৪-৩ ব্যবধানে জেতে গোলরক্ষক আন্দ্রি লুনিনের অবিশ্বাস্য দৃঢ়তায়। রিয়ালকে এগিয়ে নেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে সমতা আনেন সিটির বেলিজিয়াম মিডফিল্ডার ডি ব্রুইন। এরপর অতিরিক্ত সময়েও কেউ গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৪-৩ গোলে জয়ী রিয়ালের পক্ষে গোলগুলো করেন জুড বেলিংহ্যাম, লুকাস ভাসকেস, নাচো ফার্নান্দেজ ও অ্যান্টোনিও রুডিগার এবং মিস করেন লুকা মদ্রিচ। সিটির পক্ষে গোল মিস করেন বার্নার্দো সিলভা ও মাতেও কোভাসিচ।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
সিটিকে কাঁদিয়ে সেমিতে রিয়াল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর