রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার ঠান্ডা মাথায় বলটি যখন জালে পাঠান, তখন ডাগ আউটে থাকা ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা হতাশায় মুখ ঢেকে ফেলেন দুই হাতে। রুডিগারের গোলে শুধু কোচ নন, টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার হতাশায় ঘরের মাঠ ইতিহাদে শুয়ে পড়েন কেভিন ডি ব্রুইন, বার্নার্ড ডি সিলভারা। বিপরীতে বর্তমান চ্যাম্পিয়ন ফেবারিট ম্যান সিটিকে ছিটকে দেওয়ার আনন্দে লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রিয়াল কোচ কার্লোস অ্যানচেলত্তি। বাধভাঙায় মেতে ওঠেন রিয়ালের লুকা মদ্রিচ, এডারসন, জুড বেলিংহ্যাম, লুকাস ভাসকেস, নাচো ফার্নান্দেজরা। পরশু রাতের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের পরিসংখ্যানে দেখা গেছে, ম্যান সিটি বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। অথচ ম্যাচ শেষে জয়ের উৎসবে মেতেছে অ্যানচেলত্তির রিয়াল মাদ্রিদ। ইতিহাদে দ্বিতীয় লেগের ম্যাচটির পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ছিল। রিয়ালের মাটিতে প্রথম লেগের ম্যাচ ড্র ছিল ৩-৩ গোলে। সেমিফাইনাল খেলতে দুই দলকেই জিততে হতো- এমন সমীকরণের ম্যাচের ফলাফল হয়েছে টাইব্রেকারে। নির্ধারিত ৯০ মিনিটের পর ১২০ মিনিটও ম্যাচটি ড্র ছিল ১-১ গোলে। এরপর বাইলজ অনুযায়ী ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ ৪-৩ ব্যবধানে জেতে গোলরক্ষক আন্দ্রি লুনিনের অবিশ্বাস্য দৃঢ়তায়। রিয়ালকে এগিয়ে নেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে সমতা আনেন সিটির বেলিজিয়াম মিডফিল্ডার ডি ব্রুইন। এরপর অতিরিক্ত সময়েও কেউ গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৪-৩ গোলে জয়ী রিয়ালের পক্ষে গোলগুলো করেন জুড বেলিংহ্যাম, লুকাস ভাসকেস, নাচো ফার্নান্দেজ ও অ্যান্টোনিও রুডিগার এবং মিস করেন লুকা মদ্রিচ। সিটির পক্ষে গোল মিস করেন বার্নার্দো সিলভা ও মাতেও কোভাসিচ।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
সিটিকে কাঁদিয়ে সেমিতে রিয়াল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর