ইনজুরি নিয়ে দলের সঙ্গে এসেছেন তাসকিন আহমেদ। ডান হাতি ফাস্ট বোলার বিশ্বকাপে শুধু দলের সঙ্গেই আসেননি। তাসকিনকে সহঅধিনায়কও মনোনীত করেছে টিম ম্যানেজমেন্ট। অথচ টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাকে খেলতে দেখা যাবে কি না, নিশ্চিত নয়। তাসকিনকে নিয়ে যখন এই পরিস্থিতি, তখন বাঁ হাতি পেসার শরিফুল ইসলামও ব্যথা পেয়েছেন বাঁ হাতে। পরশু রাতে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের সময় বল ঠেকাতে যেয়ে হাতে আঘাত পান। ব্যথাটি ছিল মারাত্মক। ব্যাথায় হাতে রক্তক্ষরণ হচ্ছিল। খেলা শেষ করার আগে তাকে পার্শ্ববর্তী নাসাউ বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা পরীক্ষা করে ৬ সেলাই দিয়ে হাতে প্লাস্টার করে দেন। দুই দিন পর প্লাস্টার খোলার পর বুঝা যাবে বিশ্বকাপের শুরুতে খেলতে পারবেন কি না? শরিফুলের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল ঠেকাতে গিয়ে বাম হাতের তর্জনী ও মধ্যমার সংযোগস্থলে চোট পান শরিফুল। মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পর তাকে নিকটস্থ নাসাউ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। হাতের সার্জনের তত্ত্বাবধানে তার হাতে একটি ছোট সার্জারি করা হয়। হাতে ৬টি সেলাই করা হয়েছে। দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আমরা আবার সার্জনের কাছে যাব। তখন বুঝতে পারব মাঠে ফেরার জন্য কতদিন সময় লাগতে পারে।’ এজন্য হয়ত প্রথম দুই ম্যাচ মিস করতে পারেন শরিফুল।
ভারতের ইনিংসের শেষ ওভারে পঞ্চম বলে বাম হাতে চোট পান শরিফুল। হার্দিক পান্ডিয়ার জোরালো শট থামাতে হাত এগিয়ে দিলে ব্যথা পান তিনি।