শিরোনাম
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

বেলারুশের মেয়ে অ্যারিনা সাবালেঙ্কা অবশেষে ইউএস ওপেনে ট্রফির স্বাদ পেয়েছেন। গতবার তিনি ফাইনালে যুক্তরাষ্ট্রের কোকো গফের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার আরেক মার্কিন তারকা জেসিকা পেগুলাকে হারিয়েই বছরের শেষ গ্র্যান্ড স্লাম ট্রফি জয় করলেন সাবালেঙ্কা। শনিবার গভীর রাতে নারী এককের ফাইনালে তিনি জয় পেয়েছেন ৭-৫, ৭-৫ গেমে। ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি জয় করলেন ২৬ বছরের এ বেলারুশ মেয়ে। এর আগে ২০২৩ ও ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন তিনি। ইউএস ওপেন জয় করে ট্রফিটা নিজের পরিবারকেই দিয়েছেন অ্যারিনা সাবালেঙ্কা। তিনি বলেন, ‘বাবাকে হারানোর পর আমার সব সময়ই ইচ্ছে ছিল টেনিস ইতিহাসে নিজের পরিবারের নাম লিখে যাওয়া। প্রতিবার ট্রফিতে আমার নাম দেখলে নিজেকে বেশ গর্বিত মনে করি। গর্ববোধ করি আমার পরিবারের জন্য। এ পরিবার কখনোই আমার স্বপ্ন পূরণের পথে হতাশ হয়নি। তাদের সাধ্যের সবটুকুই করেছে আমাকে স্বপ্নের পথে এগিয়ে দিতে।’ ইউএস ওপেন জয় করার স্বপ্ন ছিল অ্যারিনা সাবালেঙ্কার। অবশেষে সেই স্বপ্ন পূরণ করলেন তিনি। বেলারুশের কোনো মেয়ে আগে কখনো ইউএস ওপেন জয় করেনি। দেশটির প্রথম মেয়ে হিসেবে এ ট্রফি জিতে ইতিহাস গড়লেন অ্যারিনা সাবালেঙ্কা। ২০১৬ সাল থেকে পেশাদার টেনিসে পুরোপুরি খেলতে শুরু করেন তিনি। তবে প্রথম ট্রফির স্বাদ পেতে অপেক্ষা করতে হয়নি খুব বেশি দিন। ২০১৮ সালে তিনি জয় করেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট ওপেন। এরপর একে একে ১৬টি ট্রফি জয় করেছেন তিনি। রানার্সআপ হয়েছেন ১৪ বার। বর্তমানে মেয়েদের টেনিসে অন্যতম সেরা হয়ে উঠেছেন অ্যারিনা সাবালেঙ্কা। র‌্যাঙ্কিংয়ে তার ওপরে কেবল পোলিশ মেয়ে ইগা সোয়াটেক।

 

 

সর্বশেষ খবর