ভারতের দীর্ঘ ১২ বছরের টেস্ট সিরিজ জয়ের ধারায় এবার সমাপ্তি ঘটিয়েছে নিউজিল্যান্ড। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১১৩ রানে হারিয়ে কিউইরা ইতিহাস গড়ল, ২০১২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম ভারত নিজেদের ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে পরাজিত হলো। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ঘরের মাঠে ভারত মোট ৫৪টি টেস্ট খেলে এর মধ্যে ৪২টিতে জয় পেয়েছিল। দুই ইনিংসে মিলিয়ে ১৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার ছিলেন ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তিনি নিয়েছেন ছয় উইকেট। ভারতের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ৭৭ রানের ইনিংস ভারতকে আশা জাগালেও পরবর্তীতে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা দ্রুত উইকেট হারিয়ে বসে। ঋষভ পান্ত ও বিরাট কোহলির গুরুত্বপূর্ণ রানে আউট হওয়ায় ভারতের স্বপ্ন ভেঙে পড়ে। জয়সওয়ালের দুর্দান্ত ইনিংসের পর মিডল অর্ডার আর তেমন জুটি গড়তে পারেনি, ফলে লক্ষ্য থেকে অনেক দূরে থেকেই পরাজিত হয় তারা। এই হারের ফলে ভারতীয় দল ঘরের মাঠে নিজেদের আধিপত্যে এক বড় ধাক্কা খেয়েছে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
নিউজিল্যান্ড : প্রথম ইনিংস ২৫৫, দ্বিতীয় ইনিংস ১০৩
ভারত : প্রথম ইনিংস ১৮৬, দ্বিতীয় ইনিংস ২৪৫
ফলাফল : নিউজিল্যান্ড ১১৩ রানে জয়ী