ঢাকায় তৃতীয়বারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হবে। ৭ থেকে ১৫ নভেম্বর এ আসর হবে। আয়োজনের অনুমতিও মিলেছে সরকারের। প্রতিযোগিতা আয়োজনের জন্য আর্চারি ফেডারেশন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী স্টেডিয়াম ভেন্যু হিসেবে চেয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সে অনুমতিও দিয়েছে। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘এশিয়ান চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেসও আয়োজন করব।’
এর আগে ২০১৭ ও ২০২১ সালে হয়েছিল। একবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ও আরেকবার আর্মি স্টেডিয়ামে এ আসর বসেছিল।