নিউজিল্যান্ড ও ভারতের পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নরা সেমিফাইনালে উঠেছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়। গতকাল লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের জটিল সমীকরণের ম্যাচটি পুরোপুরি হতে পারেনি। আফগানিস্তান পুরো ৫০ ওভার ব্যাটিং করেছে। ২৭৪ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১০৯ রান তোলার পর বৃষ্টিতে ম্যাচটি আর মাঠে গড়ায়নি। পরিত্যক্ত হয়। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। গ্রপ পর্বে অস্ট্রেলিয়ার টানা দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি মাঠেই গড়ায়নি। গতকাল দ্বিতীয় সেশনে পরিত্যক্ত হয়। চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে এ নিয়ে তৃতীয়বার ম্যাচ পরিত্যক্ত হলো। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও হয়নি। সেমিফাইনাল খেলার সুযোগ ছিল অস্ট্রেলিয়া, আফগানিস্তান দুই দলেরই। এমন সমীকরণের ম্যাচে প্রথম ব্যাটিংয়ে ৫০ ওভারে ২৭৩ রান করে হাশমতুল্লাহ শাহিদির আফগানিস্তান। দলটির পক্ষে জোড়া হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন সাদিকুল্লাহ আতাল। ৮৫ রান করেন ৯৫ বলে ৬ চার ও ৩ ছক্কায়। শেষ দিকে আজমতুল্লাহ কামারজাই ৬৩ বলে ৬৭ রান করেন ১ চার ও ৫ ছক্কায়। এর আগে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ১০৭ রানে। চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথম খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে চমকে দেয় ক্রিকেটপ্রেমীদের। একই সঙ্গে সেমিফাইনালের আশা জাগিয়ে রাখে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া রেকর্ড গড়ে জয় পায় ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড প্রথম ব্যাটিংয়ে ৩৫১ রান করে। যা চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড। সেটা অস্ট্রেলিয়া টপকে যায় জশ ইংলিসের অপরাজিত ১২০ রানে ভর করে। ২৭৪ রানের টার্গেটে গতকাল ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের দুই ওপেনার ম্যাথু শর্ট ও ট্রাভিস হেড ৪.৩ ওভারে ৪৪ রানের ভিত দেন। শর্ট সাজঘরে ফেরেন ১৫ বলে ১ ছক্কা ও ৩ চারে। ওপেনারের বিদায়ের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের সেঞ্চুরিয়ান হেড জুটি বাঁধেন অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে। দুজনে যখন ১২.৫ ওভারে ১০৯ রান পর্যন্ত যান, তখনই বৃষ্টি নামে। এরপর আর খেলা হয়নি। ২ ঘণ্টা পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। হেড তখন ব্যাট করছিলেন ৫৯ আর স্মিথ ১৯ রানে। নিয়ম অনুযায়ী ম্যাচের ফল হতে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হতো। কিন্তু খেলা হয়নি বলে খেলা পরিত্যক্ত হয়। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪। ৩ পয়েন্ট করে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের কাছে যদি আজ প্রোটিয়ারা বড় ব্যবধানে হেরে যান, তখন রানরেটে হিসাব আসবে। অবশ্য ১০৭ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশি।
শিরোনাম
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
ম্যাচ পরিত্যক্ত অস্ট্রেলিয়া সেমিফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
১ ঘণ্টা আগে | জাতীয়

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
৪ ঘণ্টা আগে | জাতীয়