হুয়াও পেদ্রোর জন্ম ব্রাজিলের সাও পাওলোর রিবেইরাও প্রেটোতে। মাত্র ১০ বছর বয়সে যোগ দেন ফ্লুমিনেন্সে। ৯ বছর এ ক্লাবেই কাটিয়ে দেন তিনি। ২০২০ সালে ব্রাজিলের এই ক্লাব ছেড়ে ইউরোপে পাড়ি জমান হুয়াও পেদ্রো। এরপর ব্রাইটন হয়ে কিছুদিন আগে চেলসির জার্সি গায়ে জড়িয়েছেন। এই পেদ্রোই ফ্লুমিনেন্সের পথের কাঁটা হয়ে গেলেন ফিফা ক্লাব বিশ্বকাপে। তার ডাবলেই চেলসি ২-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্সকে। নিশ্চিত করেছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। হুয়াও পেদ্রো সেমিফাইনালে ছেলেবেলার ক্লাবের বিপক্ষে গোল করেই দুই হাত তুলে সমর্থকদের সামনে আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন। তার চেলসি সতীর্থরা উৎসবে মেতে উঠলেও হুয়াও পেদ্রো ছিলেন শান্ত। ফ্লুমিনেন্সের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন দুই হাত তুলে। তবে ২৩ বছর বয়সি এ তারকাই ব্রাজিলিয়ান ক্লাবটির পরাজয়ের পেছনে প্রধান কারিগর। ম্যাচের ১৮ ও ৫৬ মিনিটে দুটি গোল করেন হুয়াও পেদ্রো। দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজ।
ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ফ্লুমিনেন্সের অধিনায়ক থিয়াগো সিলভার জন্যও ছিল কঠিন এক পরীক্ষা। ফ্লুমিনেন্সেই বেড়ে উঠেছেন থিয়াগো সিলভা। খেলেছেন এ ক্লাবের সিনিয়র দলেও। মাঝখানে খেলেছেন চেলসিসহ ইউরোপের বিভিন্ন ক্লাবে। ইউরোপ ঘুরে ফের ফ্লুমিনেন্সে যোগ দিয়েছেন থিয়াগো সিলভা। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক সতীর্থদের বিপক্ষে খেলতে নামেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত চেলসিতেই খেলেছেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের জন্য গত মঙ্গলবারের রাত ছিল বেদনার। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে পুরোনো ফরমেটের ক্লাব বিশ্বকাপের ট্রফি জয় করতে পারেনি। এবার আরেক ইংলিশ ক্লাবের কাছে হেরে যায় ফ্লুমিনেন্স। চেলসি ব্রাজিলিয়ান ভীতি কাটিয়ে উঠেছে বেশ ভালোভাবেই। ২০১২ সালে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় চেলসি।
এবার এক ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করল ব্লুজরা। ফাইনালে কী করবে দলটি? চেলসির নতুন কোচ ইতালির এনজো মারেসকা। গত মৌসুমে লিস্টার সিটির কোচ ছিলেন তিনি। দলটি ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে। তারপরও মারেসকার কাঁধেই দায়িত্ব তুলে দিয়েছে চেলসি। গত বছর লন্ডনের ক্লাবকে উয়েফা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন করেছেন। এবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলে আনলেন চেলসিকে। সামনে দারুণ সুযোগ অপেক্ষা করছে ইতালিয়ান এ কোচের সামনে। নতুন এক চেলসিকেই তুলে এনেছেন তিনি। ফ্লুমিনেন্সের বিদায়ে ক্লাব বিশ্বকাপে অল ইউরোপিয়ান ফাইনাল অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের সামনে।