কাইজার স্টার্নকে উড়িয়ে দিয়ে জার্মান কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন ৫-১ গোলে হারায় দ্বিতীয় সারির দল কাইজারকে। আগামী মাসে ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ আরেক জার্মান জায়ান্ট বুরুসিয়া ডর্টমুন্ড। শেষ চারে পৌঁছার আগে দারুণ চমক দেখিয়েছে কাইজার। বুন্দেস লিগায় শীর্ষ সারির দল বায়ার লিভারকুসেন ও হেরাথা বার্লিনকে হারিয়েছিল। কিন্তু বায়ার্নের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পেপ গার্ডিওলার বায়ার্ন মিউনিখ দুমড়ে মুচড়ে দিয়েছে। তবে বায়ার্ন পরীক্ষায় পড়তে হবে ফাইনালে। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে ১৭ মে কাপ ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মজার ব্যাপার হচ্ছে, বিশাল ব্যবধানে জয় পাওয়ার পরও বায়ার্ন কর্তৃপক্ষ খেলোয়াড়দের এ পারফরম্যান্সে খুশি নয়। ক্লাবের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সাম মনে করেন এ পারফরম্যান্সে সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। কেননা পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে হবে তাদের। ক্রীড়া পরিচালকের কাছে মনে হচ্ছে, জয় পেলেও বায়ার্ন তাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। কাইজারের বিরুদ্ধে ম্যাচে আরিয়েন রোবেনের কর্নার থেকে হেডের সাহায্যে ২৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান সোয়েনস্টাইগার। ৩২ মিনিটে ক্রসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধ শুরুর ৫ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন থমাস মুলার। শেষ ১২ মিনিটে আরও দুটি গোল হজম করেন কাইজার। তবে ৬০ মিনিটে কাইজার স্ট্রাইকার সাইমন জোলার সান্ত্বনাসূচক একটি গোল পরিশোধ করেন।