কিংসটাউন টেস্টের প্রথম দিন জন্ম দিয়েছে নানান প্রশ্নের। প্রশ্ন উঠেছে টিম ম্যানেজমেন্টের একাদশ গঠন নিয়ে। প্রশ্ন উঠেছে অধিনায়ক মুশফিকুর রহিমের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত এবং দল পরিচালনা নিয়েও। এতসব প্রশ্নের উত্তর পাওয়ার আগেই টেস্টের নিয়ন্ত্রণটা প্রায় নিজেদের হাতে নিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিতে প্রথম দিন খেলা বন্ধ ছিল তিনবার। কাল দ্বিতীয় দিনও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। তবে শেষ পর্যন্ত বৃষ্টির বাধা ডিঙিয়ে খেলা শুরু হয় সাড়ে তিন ঘণ্টা পর। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্র্যাথওয়েইট ব্যাটিং করছিলেন ১৫৩ রানে।
২০১১ সালে সাকিব আল হাসানের হাত থেকে দলের দায়িত্ব নেন মুশফিক। অধিনায়ক হওয়ার পর মুশফিক চলতি টেস্ট পর্যন্ত টস জিতেছেন পাঁচবার। জিতলেও সব কটিতে আগে ব্যাটিং করেননি। টস জিতে এবার নিয়ে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ব্যাটিংয়ের সুযোগ দেন শুরুতে। প্রথমবার সুযোগ দিয়েছিলেন জিম্বাবুয়েকে। আফ্রিকান প্রতিনিধিদের সুযোগ দিয়ে সমালোচিত হয়েছিলেন ভীষণভাবে। কেননা ওই ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ৩৩৫ রানের পর্বতসমান ব্যবধানে। প্রথমে ব্যাট করে ৩৮৯ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১৩৪ রানে। মুশফিকদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২২৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। ৪৮৩ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মুশফিকদের সংগ্রহ ছিল মাত্র ১৪৭ রান। এবার পাঠাল ওয়েস্ট ইন্ডিজকে। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর সেঞ্চুরি করেছিলেন উভয় ইনিংসে। এবার সেঞ্চুরি করেন ক্রেগ ব্র্যাথওয়েইট। আগে ব্যাট করার সুযোগ কাজে লাগিয়ে ক্রিস গেইল ও ব্র্যাথওয়েইট উদ্বোধনী জুটিতে যোগ করেন ১১৬ রান, যা বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ক্যারিবীয়দের দ্বিতীয় সর্বোচ্চ। এরপর তৃতীয় উইকেট জুটিতে ব্র্যাথওয়েইট-ড্যারেন ব্রাভো যোগ করেন ১২৮ রান। দুটি জুটিই প্রশ্নের মুখে ফেলেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাকে। টিম ম্যানেজমেন্ট কোন পরিকল্পনায় দুই পেসার রুবেল হোসেন ও আল-আমিনকে দিয়ে একাদশ সাজিয়েছে, বোধগম্য হয়নি কারও। দুই পেসার যৌথভাবে ৩০ ওভারে রান দেন ৮৫। কাল দ্বিতীয় দিন দেন আরও। অথচ কয়েকটি মাত্র বল ছাড়া কোনো চাপই প্রয়োগ করতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানদের ওপর। প্রশ্ন উঠেছে মুশফিকের দল পরিচালনা নিয়েও। পেসারদের ঠিকমতো ব্যবহার করেননি ম্যাচে। অথচ টস জিতে ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যায় মুশফিক বলেছিলেন, ‘প্রথম সেশন সুবিধা পাবেন পেসাররা।’ কিন্তু রুবেলকে মাত্র দুই ওভার বোলিং করিয়ে সরিয়ে নিলে বিস্মিত হন সবাই। ষষ্ঠ ওভারে বোলিংয়ে আনেন অকেশনাল স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদকে। যদিও পাঁচ বছর আগে এ মাঠে মাহমুদুল্লাহ ৮ উইকেট নিয়ে জয়ের অন্যতম নায়ক ছিলেন। দুই অভিষিক্ত ক্রিকেটার তাইজুল ও শুভাগত ভালো বোলিং করলেও উইকেটে বল ঘোরেনি। উইকেটে স্পিন কোনো কাজ করেনি বলেন সেঞ্চুরিম্যান ব্র্যাথওয়েইট, ‘লাঞ্চের পরপরই আমার মনে হয়েছে উইকেটে স্পিনাররা কোনো বাড়তি সুযোগ পাবেন না। তাই আমার পক্ষে ব্যাটিং করাটা অনেক সহজ হয়ে ওঠে।’
টস জিতে বাংলাদেশ প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠায় ১৬ বার। টস জিতে তিনবার প্রথমে ব্যাটিং করেন মুশফিক। ২০১১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে ৩৫০ রান তুলে ড্র করেছিল টেস্ট। ২০১২ সালে ৩৮৭ রান করেও হেরে যায়। গত বছর নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করেছিল ২৮২ রান করে। এমন পরিসংখ্যান থাকার পরও টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দেওয়ায় ফের সমালোচিত হলেন অধিনায়ক। একাদশ নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কেননা একাদশে স্পেশালিস্ট বোলার মাত্র তিনজন!
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস ৩১৬/৩, ১০২ ওভার (ক্রিস গেইল ৬৪, ক্রেইগ ব্র্যাথওয়েইট ১৫৩*, চন্দরপাল ১৪, ড্যারেন ব্রাভো ৬২। আল-আমিন ০/৪৩, রুবেল ০/৭৪, মাহমুদুল্লাহ ০/৩১, শুভাগত ১/৮৫, তাইজুল ২/৭১)।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
টেস্ট সিরিজ
বৃষ্টি বাধায় দ্বিতীয় দিন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর