অলিম্পিকের পর সম্ভবত সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা এশিয়ান গেমস! গেমসে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ ১৯৭৮ সালে, ব্যাংকক এশিয়াডে। কিন্তু প্রথম স্বর্ণ জয় গত আসরে। ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে স্বর্ণ জয়ের স্বাদ পায় ক্রিকেট থেকে। গুয়াজুতে ক্রিকেটে ছেলেরা জিতেছিল স্বর্ণ আর মেয়েরা রৌপ্য। এ ছাড়া কাবাডির মেয়েরা জিতেছিল বোঞ্জ। এবারের এশিয়ান গেমসেও ভরসা সেই ক্রিকেট ও কাবাডি। তবে ইনচনে শ্যুটিং, অ্যারচারি ও জিমন্যাসটিকস থেকেও পদক জয়ের সম্ভাবনা দেখছেন সংগঠকরা।
ইনচন এশিয়ান গেমসে অংশগ্রহণ উপলক্ষে কাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনের পর অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের শুভ কামনা জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘১৬তম এশিয়ান গেমসে ক্রিকেট ও কাবাডি থেকে আমরা তিনটি পদক পেয়েছিলাম। এবারের আসরেও আমরা ওই তিন ইভেন্ট থেকে পদক আশা করছি। পাশাপাশি শ্যুটিং, অ্যারচারি ও অ্যাথলেটিকসেও ভালো করার সম্ভাবনা রয়েছে।’
গ্লাসগো কমনওয়েলথ গেমসে শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলসে রৌপ্য জিতেছিলেন আবদুল্লাহ হেল বাকী। এ ছাড়া পদকের সম্ভাবনা জাগিয়েও ষষ্ঠ হয়েছে শ্যুটার শারমিন আকতার রত্না। তাই এশিয়ান গেমসেও ভরসা এই দুই তারকা। আর অ্যারচারি জাতীয় পর্যায়ে ভালো করছে। জিমন্যাসটিকসে একমাত্র ভরসা সাইক সিজার। যুক্তরাষ্ট্র প্রবাসী এই বাংলাদেশি ক্রীড়াবিদ আন্তঃবিশ্ববিদ্যালয় গেমসে চ্যাম্পিয়ন। তাই এশিয়াডে জিমন্যাসটিকসে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি অংশ নেবেন।
মজার ব্যাপার হলো, ইনচন এশিয়ান গেমসে জিমন্যাসটিকস ডিসিপ্লিনটিই বাদ দেওয়া হয়েছিল। অবশ্য প্রথমে তালিকায় ছিল। বিওএ প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল ইনচন এশিয়াডের ৩৬টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশ নেবে ২১টিতে। কিন্তু গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ১০টি ডিসিপ্লিনের মধ্যে একমাত্র শ্যুটিং ছাড়া বাকি নয়টি ইভেন্টের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। সে কারণে এশিয়াডে থেকে বাদ দেওয়া হয়েছিল অ্যাথলেটিকস, জিমন্যাসটিকস, সাঁতার, ব্যাডমিন্টন, ওয়েট লিফটিং, বক্সিং, সাইক্লিং, টেবিল টেনিস ও রেসলিংকে। কিন্তু পরে জিমন্যাসটিকসকে নেওয়া হয়। অনেক সমালোচনার পরও বিওএ জনপ্রিয় দুই ডিসিপ্লিন অ্যাথলেটিকস ও সাঁতারকে অন্তর্ভুক্ত করেনি। ইনচেনে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিকস, কাবাডি, অ্যারচারি, ফেন্সিং, গলফ, শুটিং, কারাতে, তায়কোয়ান্দো, বিচ ভলিবল- এই ১৩ ইভেন্টে মোট ১২৬ জন অ্যাথলেট এবারের এশিয়ান গেমসে অংশ নেবেন। সঙ্গে থাকবেন ৪০ জন অফিসিয়াল। মোট ১৬৬ জনের দল দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে। উদ্বোধনী দিনে মার্চপাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকী। ‘সেফ দ্য মিশন’ হিসেবে দায়িত্ব পালন করবেন বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ এবং ডেপুটি সেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বিওএ’র উপ-মহাসচিব বাদল রায়। ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে ১৭তম এশিয়ান গেমসের, সমাপনী ৪ অক্টোবর। তবে ১৪ সেপ্টেম্বর ফুটবল খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে ইনচেন এশিয়ান গেমস।
শিরোনাম
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ক্রিকেট কাবাডিই ভরসা
এশিয়ান গেমসে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর