অলিম্পিকের পর সম্ভবত সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা এশিয়ান গেমস! গেমসে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ ১৯৭৮ সালে, ব্যাংকক এশিয়াডে। কিন্তু প্রথম স্বর্ণ জয় গত আসরে। ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে স্বর্ণ জয়ের স্বাদ পায় ক্রিকেট থেকে। গুয়াজুতে ক্রিকেটে ছেলেরা জিতেছিল স্বর্ণ আর মেয়েরা রৌপ্য। এ ছাড়া কাবাডির মেয়েরা জিতেছিল বোঞ্জ। এবারের এশিয়ান গেমসেও ভরসা সেই ক্রিকেট ও কাবাডি। তবে ইনচনে শ্যুটিং, অ্যারচারি ও জিমন্যাসটিকস থেকেও পদক জয়ের সম্ভাবনা দেখছেন সংগঠকরা।
ইনচন এশিয়ান গেমসে অংশগ্রহণ উপলক্ষে কাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনের পর অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের শুভ কামনা জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘১৬তম এশিয়ান গেমসে ক্রিকেট ও কাবাডি থেকে আমরা তিনটি পদক পেয়েছিলাম। এবারের আসরেও আমরা ওই তিন ইভেন্ট থেকে পদক আশা করছি। পাশাপাশি শ্যুটিং, অ্যারচারি ও অ্যাথলেটিকসেও ভালো করার সম্ভাবনা রয়েছে।’
গ্লাসগো কমনওয়েলথ গেমসে শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলসে রৌপ্য জিতেছিলেন আবদুল্লাহ হেল বাকী। এ ছাড়া পদকের সম্ভাবনা জাগিয়েও ষষ্ঠ হয়েছে শ্যুটার শারমিন আকতার রত্না। তাই এশিয়ান গেমসেও ভরসা এই দুই তারকা। আর অ্যারচারি জাতীয় পর্যায়ে ভালো করছে। জিমন্যাসটিকসে একমাত্র ভরসা সাইক সিজার। যুক্তরাষ্ট্র প্রবাসী এই বাংলাদেশি ক্রীড়াবিদ আন্তঃবিশ্ববিদ্যালয় গেমসে চ্যাম্পিয়ন। তাই এশিয়াডে জিমন্যাসটিকসে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি অংশ নেবেন।
মজার ব্যাপার হলো, ইনচন এশিয়ান গেমসে জিমন্যাসটিকস ডিসিপ্লিনটিই বাদ দেওয়া হয়েছিল। অবশ্য প্রথমে তালিকায় ছিল। বিওএ প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল ইনচন এশিয়াডের ৩৬টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশ নেবে ২১টিতে। কিন্তু গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ১০টি ডিসিপ্লিনের মধ্যে একমাত্র শ্যুটিং ছাড়া বাকি নয়টি ইভেন্টের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। সে কারণে এশিয়াডে থেকে বাদ দেওয়া হয়েছিল অ্যাথলেটিকস, জিমন্যাসটিকস, সাঁতার, ব্যাডমিন্টন, ওয়েট লিফটিং, বক্সিং, সাইক্লিং, টেবিল টেনিস ও রেসলিংকে। কিন্তু পরে জিমন্যাসটিকসকে নেওয়া হয়। অনেক সমালোচনার পরও বিওএ জনপ্রিয় দুই ডিসিপ্লিন অ্যাথলেটিকস ও সাঁতারকে অন্তর্ভুক্ত করেনি। ইনচেনে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিকস, কাবাডি, অ্যারচারি, ফেন্সিং, গলফ, শুটিং, কারাতে, তায়কোয়ান্দো, বিচ ভলিবল- এই ১৩ ইভেন্টে মোট ১২৬ জন অ্যাথলেট এবারের এশিয়ান গেমসে অংশ নেবেন। সঙ্গে থাকবেন ৪০ জন অফিসিয়াল। মোট ১৬৬ জনের দল দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে। উদ্বোধনী দিনে মার্চপাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকী। ‘সেফ দ্য মিশন’ হিসেবে দায়িত্ব পালন করবেন বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ এবং ডেপুটি সেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বিওএ’র উপ-মহাসচিব বাদল রায়। ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে ১৭তম এশিয়ান গেমসের, সমাপনী ৪ অক্টোবর। তবে ১৪ সেপ্টেম্বর ফুটবল খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে ইনচেন এশিয়ান গেমস।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ক্রিকেট কাবাডিই ভরসা
এশিয়ান গেমসে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর