দলের সেরা বোলার সাকিব নিষিদ্ধ। ফর্মে নেই সবচেয়ে অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক। দুই বাঁ হাতি স্পিনার যেখানে নেই, সেখানে লড়াইয়ের স্বপ্ন একটু বেশিই বৈকি! এমন কঠিন পরিস্থিতি নির্বাচক প্যানেল সামাল দেয় ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন তাইজুল ইসলামকে দলভুক্ত করে। অবশ্য তাইজুলও সারা বছর টানা পারফরম্যান্স করে নির্বাচকদের প্রলুব্ধ করেছেন। মাত্র ২২ বছর বয়সী আনকোড়া বাঁ হাতি স্পিনারকে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেওয়া যে ভুল হয়নি, কিংসটাউনের আর্নেস ভেল স্টেডিয়ামে প্রমাণ করে দেন জ্বলজ্বলে পারফরম্যান্স করে। বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকেই ৫ উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে নাম লিখেছেন সোনালি অক্ষরে। তার স্বর্ণালি পারফরম্যান্সে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। তাইজুলের দিনে আলোকিত ছিলেন ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েইটও। প্রায় তিন দিন ব্যাটিং করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তার ডাবল সেঞ্চুরিতেই ৭ উইকেটে ৪৮৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ১০৪ রান করেছেন মুশফিকরা। সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল, শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েস। মুমিনুল হক ব্যাটিং করছিলেন ৫১ রানে। অন্যদিকে রিয়াদ ৫ রানে ক্রিজে আছেন। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হবে ২৮৫ রান।
টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেন। সেটাকে ডাবল করেন দ্বিতীয় দিন। কাল তৃতীয় দিন খেলতে নেমে মাত্র ৭ রান যোগ করে শিকার হন তাইজুলের। ব্যক্তিগত ২১২ রানে ব্র্যাথওয়েইটকে সাজঘরে পাঠিয়েই রুদ্র মূর্তি ধারণ করেন তাইজুল। এর পর ফেরত পাঠান রামদিন ও লওসনকে। প্রথম দিন নিয়েছিলেন এডওয়ার্ডস ও ব্রাভোর উইকেট। সব মিলিয়ে তিন দিনে ৪৭ ওভারে ১৩৫ রানের খরচে নেন ৫ উইকেট। তাইজুলের স্মরণীয় পারফরম্যান্সের আগে আরও পাঁচ টাইগার বোলার পাঁচ বা ততোধিক উইকেট নেন অভিষেকে। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে প্রথম বোলার হিসেবে ১৩২ রানে ৬ উইকেট নেন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ২০০১ সালে জিম্বাবুয়ের বুলাওয়েতে বাঁ হাতি পেসার মনজুরুল ইসলাম ৬ উইকেট নেন ৮১ রানে। ২০০৯ সালে কিংসটাউনের আর্নেস ভেলে মাহমুদুল্লাহ রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫১ রানে নেন ৫ উইকেট। পাঁচ বছর পর সেই আর্নেস ভেলেই স্মরণীয় অভিষেক হয় তাইজুলের। ২০১১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইলিয়াস সানি ৯৪ রানে নেন ৬ উইকেট। মজার বিষয় ক্যারিবীয়দের বিপক্ষে চলতি সিরিজে স্কোয়াডে রয়েছেন তাইজুল, মাহমুদুল্লাহ ও ইলিয়াস তিনজনই। শুধু খেলছেন না ইলিয়াস। ইলিয়াস যার বদলে উড়ে যান ওয়েস্ট ইন্ডিজ, সেই সোহাগ গাজীও ক্যারিবীয়দের বিপক্ষে ২০১২ সালে মিরপুরে অভিষেক টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন ৭৪ রানে। বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হয়েছে ২০টি। তার চারটি ওয়েস্ট ইন্ডিজের। ব্র্যাথওয়েইট ছাড়া ডাবল সেঞ্চুরি করেছেন রামনারেশ সারওয়ান (২৬১*), মারলন স্যামুয়েলস (২৬০) ও শিবনারায়ণ চন্দরপাল (২০৩*)।
শিরোনাম
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
তাইজুলের স্মরণীয় অভিষেক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর