তিন দিন আগে ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে 'বোলিং অ্যাকশন' পরীক্ষা দিয়ে দেশে ফিরেছেন সোহাগ গাজী। এখন অপেক্ষা রিপোর্টের জন্য। আশা করছেন ভালো রিপোর্টের। পরীক্ষা দিলেও এই ডান হাতি স্পিন অল রাউন্ডার স্বপ্ন দেখছেন জিম্বাবুয়ে সিরিজে খেলার। স্বপ্ন থাকলেও এখন হতাশায় ভুগছেন। হতাশা প্রিমিয়ার ক্রিকেটের দল পাওয়া নিয়ে। প্রিমিয়ার ক্রিকেটের দুই ধাপের দলবদলে ঠিকানা খুঁজে পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার চূড়ান্ত কথা হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। দেশে ফেরার পর দেখেন কথা রাখছে না ক্লাব। তাই দল খুঁজতে শুরু করেছেন। এদিকে চূড়ান্ত হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর নতুন তারিখও। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে ১৪ অক্টোর লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। আগের তারিখ ছিল ১০ অক্টোবর। প্রথম বিভাগ শুরু হবে ১৮ অক্টোবর।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য এবার দুই ধাপে দলবদল অনুষ্ঠিত হয় প্রিমিয়ার ক্রিকেটের। ১০ ও ১১ আগস্ট প্রথম ধাপের দলবদলে অংশ নেন পুলের ক্রিকেটাররা। বাকি ক্রিকেটাররা দলবদল করেন ২৭ ও ২৮ আগস্ট দ্বিতীয় ধাপে। প্রথম ধাপে দলবদলের সুযোগ ছিল সোহাগের। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দলবদল করেননি। তবে টোকেন তুলে রেখে দেন নিজের কাছে। দেশের বাইরে থাকায় দলবদল করেননি দ্বিতীয়ধাপেও। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে শেখ জামাল কর্মকর্তাদের কথা দিয়ে যান। অগ্রিম পারিশ্রমিকের বিষয়ও ছিল তাতে। দেশে ফেরার পর দাবিকৃত অগ্রিম অর্থ না পাওয়ায় এখন শেখ জামালে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সোহাগ, 'আমি ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ অগ্রিম অর্থের কথা বলে গিয়েছিলাম। ক্লাব রাজিও হয়েছিল তখন। কিন্তু দেশে ফেরার পর সেই অর্থ দিতে চাইছে না। তাই অনিচ্ছা সত্ত্বেও সেখানে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রিমিয়ার ক্রিকেট খেলব।' সোহাগের না খেলার বিষয়ে ক্লাব কর্মকর্তা মুশফিকুর রহমান মোহন বলেন, 'আমি আসলে বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারব না। কোচ দীপু রায় চৌধুরী বলতে পারবেন।' দীপু রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
পুলের ক্রিকেটারদের মধ্যে সোহাগ ও আরাফাত সানি দল পাননি শুরুতে। তবে টোকেন তুলেছিলেন দুজনেই। দ্বিতীয় ধাপের দলবদলে আরাফাত জমা দেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে। টোকেন নিজের কাছে রেখে দেন সোহাগ। পুলের ক্রিকেটার হয়েও নিষেধাজ্ঞার জন্য প্রথম ধাপে দলবদল করতে পারেননি সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার মেয়াদ কমানোয় দ্বিতীয় ধাপে গাজী ট্যাংকের পক্ষে নাম লেখান সাকিব।