অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল। এবার দেশটির আরেক খেলোয়াড মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। চলতি চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-তেই তার সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আম্পায়াররা হাফিজের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললেও পাকিস্তানের সাবেক অফ-স্পিনার সাকলাইন মুস্তাকের অবশ্য দাবি, বিশ্বকাপের আগেই হাফিজের বোলিং অ্যাকশন শুধরে দেবেন তিনি। হাফিজের পাশাপাশি অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে ডলফিন্সের অফ-স্পিনার প্রেনেলান সুব্রায়ানের বিরুদ্ধেও৷
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ