শাহরুখের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স কেকেআর এবার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। ২০১২ ও ২০১৩ সালে কেকেআরকে স্পন্সর করেছিল রোজভ্যালি। এই লেনদেনের হিসাব মেলেনি বলে একটি সূত্রকে উদ্ধৃত করে স্থা্নীয় সংবাদমাধ্যম জানায়। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ইতিমধ্যেই কলঙ্কিত আইপিএল। এবার চিটফান্ড কেলেঙ্কারির কাদাও লাগতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টি-২০ টুর্নামেন্টের গায়ে।
কেকেআর'র মূল সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে চুক্তির প্রতিলিপি গোয়েন্দাদের ইতিমধ্যেই তুলে দিয়েছে রোজভ্যালি। সেই চুক্তি অনুযায়ী জার্সিতে রোজভ্যালির লোগো লাগিয়ে খেলেছিলেন কেকেআর ক্রিকেটাররা। ইডেনে রোজভ্যালির জন্য ২৫ আসনের হসপিটালিটি বক্সও তৈরি করেছিল কেকেআর কর্তৃপক্ষ। মন্দারমণি, লাটাগুড়ি ও পোর্টব্লেয়ারে রোজভ্যালির তিনটি রিসর্টের বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করেন শাহরুখ ও তিন বিদেশি কেকেআর ক্রিকেটার। সেই চুক্তির টাকার হিসাব খতিয়ে দেখতে গিয়েই গোয়েন্দাদের চোখে ধরা পড়ে হিসেবের গরমিল।
আইপিএল পাঁচ ও ছয়ে স্পন্সরশিপ বাবদ কেকেআরকে মোট ১২ কোটি রুপি দিয়েছিল রোজভ্যালি। আইপিএল পাঁচে সাড়ে পাঁচ কোটি ও আইপিএল ছয়ে সাড়ে ছয় কোটি রুপি দেওয়া হয়। কিন্তু, কোন অ্যাকাউন্ট থেকে ওই রুপি দেওয়া হয়েছিল, তা বলতে পারেননি রোজভ্যালির কর্মকর্তারা।
ওই লেনদেনের একটা বড় অংশই নগদে হয়েছিল বলে সূত্রকে উদ্ধৃত করে খবরে বলা হয়। আর পূজার পরই এর তদন্তে রেড চিলিজ কর্তাদের তলব করেছেন তদন্তকারীরা।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ