সংযুক্ত আরব আমিরাতে [ইউএই] অনুষ্ঠেয় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলবেন অস্ট্রেলিয়ার অন্যতম পেসার মিশেল জনসন। ইনজুরির কারণে চলমান চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ তে খেলতে না পারলেও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে জনসন খেলছেন বলে জানিয়েছেন অসি কোচ ড্যারেন লেহম্যান। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে গতকাল অস্ট্রেলিয়া দল মেলবোর্ন ছেড়েছে। দলে মিশেল জনসনও আছেন। বিমানে উঠার আগে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন লেহম্যান। খবর টাইমস অব ইন্ডিয়ার
সাংবাদিকদের লেহম্যান বলেন, 'সে [জনসন] ইউএইতে যাওয়ার জন্য সুস্থ আছে। আশা করছি সে ওয়ানডে সিরিজে খেলবে; অবশ্যই টি-২০ ম্যাচে না তবে ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলবে।'
৬ অক্টোবর দুবাইয়ে টি-২০ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ইউএই সফর। আর টেস্ট সিরিজ শুরু হবে ২২ অক্টোবর থেকে।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ