সিরি ‘আ’র ম্যাচে সিসেনা সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান। এদিন ঘরের ম্যাচে ১০ মিনিটে গোল করে সিসেনা এগিয়ে দেন ডি সুসি। কিন্তু এর নয় মিনিট পরে রেমির গোলে সমতায় ফেরে এসি মিলান।
নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।
এ ড্রয়ের পরে ৫ ম্যাচে দুই জয়, দুই ড্র আর একটি হারে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে এসি মিলান। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রোমা।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব