কাবাডি ম্যাচে তখন চরম উত্তেজনা। সংডু গ্লোবাল ইউনিভার্সিটি জিমনেশিয়ামে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১৪-১১ পয়েন্টে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। রুদ্ধশ্বাস এই মুহূর্তে কাবাডি কোর্টে একে একে প্রবেশ করেন চার ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক বিজয় ও শামসুর রহমান শুভ। গ্যালারিতে বসে ক্রিকেটাররা হাত তালি দিয়ে মেয়েদের উৎসাহ দেন। সাকিব, মাশরাফিদের দেখে যেন মালেকারাও আরও উজ্জীবিত হয়ে ওঠেন। শেষ দিকে তারা দক্ষিণ কোরিয়াকে পাত্তাই দেয়নি। ৩০-১৮ পয়েন্টে জিতে এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠে ব্রোঞ্জ নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচ শেষে সাকিব-মাশরাফিরা কাবাডি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘পদক নিশ্চিত করাতে কাবাডির মেয়েদের অভিনন্দন। এশিয়ান গেমসে আমাদের যে পারফরম্যান্স, আমরা পদকই পাই না। সেখানে এই অর্জন অনেক বড় কিছু। আমি চাই, সামনে আরও ভালো করুক তারা। অবশ্য শুধু কাবাডিতে নয়, প্রতিটি ইভেন্টেই বাংলাদেশ আরও ভালো করুক, পদক জিতুক এটাই তো চাই।’ ছোটবেলায় মাশরাফি নিজেও কাবাডি খেলতেন। সে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি সেই ছোটবেলা থেকেই কাবাডি খেলা দেখি। নড়াইলে বেশ কয়েকবার খেলেছিও।’ তাছাড়া কাল কাবাডি দলে দুই খেলোয়াড় ছিলেন নড়াইলের, শারমিন সুলতানা ও সোমা আকতার। তাদের সঙ্গে ছবিও তোলেন নড়াইল এক্সপ্রেস।
গতকাল বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। গেমস ভিলেজেই ক্রিকেটাররা জিম সেরে নিয়েছেন। আগামীকাল বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দেশটি খেলে কোনো জয় পায়নি কিন্তু ভাগ্যের সহায়তায় পৌঁছে গেছে শেষ আটে। প্রথম ম্যাচে তারা নেপালের বিরুদ্ধে ৯ উইকেটে হেরেছিল। প্রথমে ব্যাট করে রান করেছিল মাত্র ২০। আর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে তাদেরকে খেলতে হয়নি। বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ায়নি। তাই টস ভাগ্যে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে যায় কুয়েত। এমন প্রতিপক্ষকে নিয়ে বাংলাদেশের কোনো টেনশন নেই। থাকারও কথা নয়। তবে সাকিবদের ভাবনায় সেমিফাইনাল ম্যাচটি হওয়ার কথা! যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশকে এখন চিন্তা করতে হচ্ছে কুয়েতকে নিয়েও। প্রথম দিন অনুশীলনের পর ওপেনার বিজয় বলেছিলেন, ‘টি-২০তে কোনো দলই ছোট নয়। যেকোনো দিন যেকোনো দলই জিততে পারে।’ তাই বলে কী কুয়েতের মতো দলের কাছে হেরে যাবে বাংলাদেশ? এক্ষেত্রে শতকরা ১০০জনই হয়তো সাকিবদের পক্ষে বাজি ধরতে বিনাদ্বিধায় রাজি হয়ে যাবেন।
মাঠের পরফরম্যান্সে হয়তো টাইগারদের সামনে দাঁড়াতেই পারবে না কুয়েত। কিন্তু যদি খেলা মাঠেই না গড়ায়! তখন তো টসের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হবে। সেক্ষেত্রে হেরেও যেতে পারে বাংলাদেশ! এশিয়ান গেমস ক্রিকেটে একমাত্র ফাইনাল ছাড়া অন্য ম্যাচের জন্য কোনো ‘রিজার্ভ ডে’ নেই। তাই খেলার মধ্যে বৃষ্টি হলে অনুসরণ করা হবে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতি। আর নির্ধারিত সময়ে খেলা মাঠে না গড়ালে ‘সুপার ওভার’ হবে। অর্থাৎ দুই দলই এক ওভার করে ব্যাটিং করার সুযোগ পাবে। আর সেটাও সম্ভব না হলে করা হবে ‘টস’। বাংলাদেশের যত ভয় এই টস নিয়েই। কাল সারা দিন ইনচেনে টিপটিপ করে বৃষ্টি পড়েছে। তাই ম্যাচের সময় যতই ঘনিয়ে আসছে আশঙ্কা ততই বেড়ে যাচ্ছে। সত্যিকার অর্থে, প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত নয়, বৃষ্টি!
শিরোনাম
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
কাবাডি মাঠে মাশরাফি-সাকিবরা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
চবি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এলামনাইয়ের নতুন কমিটি গঠিত
৯ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার ‘দ্য আর্থশট-২০২৫’ জিতলো ফ্রেন্ডশিপ এনজিও
২০ মিনিট আগে | প্রকৃতি ও পরিবেশ