ইতালিয়ান সিরিএ লিগে আবারও হোঁচট খেয়েছে এসি মিলান। রবিবার সিসেনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান। অন্যদিকে হেরে গেছে ইন্টার মিলান। ক্যাগলিয়ারির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার। ক্যাগলিয়ারির সুইডিশ মিডফিল্ডার অ্যালবিন একডাল হ্যাটট্রিক করেছেন। তবে জয় পেয়েছে ম্যারাডোনার সাবেক ক্লাব নেপোলি। সাসুলোকে ১-০ গোলে হারিয়েছে নেপোলি। ইতালিয়ান সিরিএ লিগে অনেকটা পিছনে পড়ে গেল দুই মিলান। পাঁচ ম্যাচ খেলে দুই মিলানেরই সংগ্রহ ৮ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইন্টার মিলানের অবস্থান পাঁচ নম্বরে। ছয় নম্বরে অবস্থান করছে এসি মিলান। লিগে বর্তমানে শীর্ষে অবস্থান করছে টানা তিনবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। পাঁচ ম্যাচে তারা পূর্ণ ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে রোমাও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দুই নম্বরে। নেপোলি পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে আট নম্বরে অবস্থান করছে।