এয়ারটেল অনূর্ধ্ব-১৮ ফুটবলে ফাইনালে উঠেছে ঢাকা মোহামেডান। গতকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-১ গোলে টিম বিজেএমসিকে পরাজিত করে। ২ অক্টোবর ফাইনালে তারা ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে। ম্যাচের শুরু থেকে বল নিয়ন্ত্রণ ছিল মোহামেডানের। তবু প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ৪৬ মিনিটে সাদেক হাসান, ৫২ মিনিটে রাসেল মুন্সি ও ৬৩ মিনিটে বিজেএমসির বাবলু গোল করেন।