লুইস এনরিককে দায়িত্ব নেওয়ার আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্ডিওলা। বলেছিলেন, বার্সেলোনায় তার চেয়েও বেশি সফলতা পাবেন এনরিক। মৌসুম শুরুর পর এখনো পর্যন্ত নিজেকে যোগ্য প্রমাণ করেছেন গার্ডিওলার এ উত্তরসূরি। তবে কঠিন কোনো পরীক্ষা দিতে হয়নি এনরিককে। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। মৌসুম শুরুর পর বড় কোনো ক্লাবের সঙ্গে এটাই প্রথম ম্যাচ কাতালানদের। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে ম্যানসিটি-রোমা, সিএসকেএ মস্কো-বায়ার্ন মিউনিখ, স্পোর্টিং-চেলসি, অ্যাপল-আয়াঙ্, ব্যাটে বরিসভ-অ্যাথলেটিক, শালকে-ম্যারিবর এবং শাখতার-পোর্তোও। বার্সেলোনাকে নতুন রূপে গড়ে তুলেছেন লুইস এনরিক। ডিফেন্স লাইনে এমন দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছেন, চলতি মৌসুমে সাতটা ম্যাচ খেলে কোনো গোল হজম করতে হয়নি কাতালানদের। বিপরীতে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৮বার! বার্সেলোনার দূরন্ত রূপের পূর্ণ প্রকাশ ছিল গত শনিবারের ম্যাচ। নেইমারের হ্যাটট্রিক এবং মেসির ডাবলে কাতালানরা গ্রানাডাকে হারিয়েছিল ৬-০ গোলে। দলের প্রতিটি ফুটবলারকে নিয়েই সন্তুষ্ট কোচ লুইস এনরিক। তিনি বলেছেন, 'বর্তমানে আমার প্রতিটি ফুটবলারই নিজেদের সেরা ফর্মে আছে। এটাই আমার জন্য প্লাস পয়েন্ট।' বার্সেলোনা-পিএসজি গত তিনটা ম্যাচে ড্র করেছে। দুটি ম্যাচ ২-২ গোলে এবং একটি ম্যাচ ১-১ গোলের ড্রতে শেষ হয়েছে। এর অর্থ, পিএসজি কোনোভাবেই বার্সেলোনার জন্য সহজ কোনো প্রতিপক্ষ নয়। ইব্রাহিমোভিচ, লেভেজ্জি, থিয়াগো সিলভ, এডিসন কাভানিদের নিয়ে গড়া দলটা কাতালানদের দিকে ছুড়ে দিচ্ছে কঠিন চ্যালেঞ্জ।